Samakal:
2025-05-22@03:45:45 GMT

অচল আইসিইউ সচল হউক

Published: 21st, May 2025 GMT

অচল আইসিইউ সচল হউক

দেশের উল্লেখযোগ্য সরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র-ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সেবা যেইভাবে অচল রহিয়াছে, উহা হতাশাজনক। জটিল ও সংকটাপন্ন এবং সাধারণত মুমূর্ষু রোগীদের যে আইসিইউর আবশ্যকতা দেখা দেয়, সরকারি হাসপাতালে উক্ত ব্যবস্থার অনুপস্থিতির  অর্থ হইল প্রতিদিন দেশের শত-সহস্র সাধারণ মধ্যবিত্ত ও দরিদ্র রোগী উক্ত সেবা হইতে বঞ্চিত হইতেছেন। কারণ সেবার মানে পতন সত্ত্বেও উক্ত শ্রেণিভুক্ত রোগীদের জন্য সরকারি হাসপাতালই ভরসা। বুধবার প্রকাশিত সমকালের শীর্ষ প্রতিবেদন হইতে আরও জানা যাইতেছে, হাসপাতালসমূহে আইসিইউ থাকিলেও জনবল সংকটে ঐগুলি ব্যবহার করা যাইতেছে না। ইহাও স্পষ্ট, শীঘ্রই জনবল নিয়োগ না দিলে আইসিইউর মূল্যবান যন্ত্রপাতি বিকল হইয়া সম্পূর্ণ অচল হইতে পারে।

আমরা বিস্মিত, খোদ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র বন্ধ রহিয়াছে, যাহাতে প্রতিদিন অন্তত অর্ধশত রোগীর এমন জরুরি সেবা প্রয়োজন বলিয়া প্রতিবেদনে আসিয়াছে। সাধারণত আইসিইউ সেবা অপেক্ষাকৃত ব্যয়বহুল। তবে রাষ্ট্রীয় ভর্তুকির কারণে বেসরকারি হাসপাতাল অপেক্ষা সরকারি হাসপাতালে এই ব্যয় অনেক কম। অতএব শেষোক্ত হাসপাতালে আইসিইউ অচল থাকিবার সহিত বেসরকারি খাতের ব্যবসায় বৃদ্ধির কোনো দুষ্টযোগ থাকিলে তাহা বিস্ময়কর কিছু হইবে না। সংকাটাপন্ন রোগীর জন্য আইসিইউ সেবা কতটা জরুরি এবং উহা কতটা অপ্রতুল, করোনা সংকটকালেই আমরা দেখিয়াছি। প্রতিটি আইসিইউ আসনের জন্য প্রত্যাশিত রোগীর সংখ্যা সরকারি হাসপাতালের অসহায়ত্ব সম্পর্কে আমাদের চক্ষু খুলিয়া দিয়াছিল। বস্তুত ২০২০ সালে করোনা মহামারির সময় শ্বাসকষ্টের রোগীসংখ্যা বৃদ্ধি পাইবার কারণে কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস-ইআরপিপি প্রকল্পের অধীনে দেশের অধিকাংশ জেলায় সরকারি হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা হইয়াছিল। ঐ প্রকল্পের মাধ্যমে ২৩ জেলায় আইসিইউ সেবা চালুও হইয়াছিল এবং পরবর্তীকালে জনবল সংকটে কতক হাসপাতালে আইসিইউ সেবা বন্ধ হইয়া যায়। কারণ কভিড-১৯ ইআরপিপি প্রকল্পের মাধ্যমে অস্থায়ীভাবে মেডিকেল অফিসার, নার্স, টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মীসহ সহস্রাধিক জনবল দেওয়া হইয়াছিল, যাহাদের মাধ্যমে আইসিইউ সেবা সচল ছিল। গত ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হইলে এই সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে বিদায়ের মাধ্যমে এই সেবারও বিদায়ঘণ্টা বাজিয়া গিয়াছে, যাহা অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি, এই প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের প্রয়োজন ছিল, তাহাতে আইসিইউর জরুরি সেবা চালু রাখা সম্ভব হইত। 

আপাত স্বস্তির বিষ, আইসিইউ সচল করিতে স্বাস্থ্য মন্ত্রণালয় নূতন প্রকল্প গ্রহণ করিতেছে বলিয়া কর্তৃপক্ষ সমকাল প্রতিবেদককে জানাইয়াছে। তবে নূতন প্রকল্প অনুমোদন করিতে এমন সময় ব্যয় করা যাইবে না, যাহাতে আইসিইউর যন্ত্রপাতিই অচল হইয়া পড়ে। সমকালের হিসাবে, এই সকল যন্ত্রপাতি নষ্ট হইলে ১৪টি হাসপাতালে সরকারের অন্তত দেড়শ কোটি টাকা গচ্চা যাইবে। আমরা বিশ্বাস করি, হাসপাতালসমূহে আইসিইউ সেবা সচল রাখিলে অনেক ভুক্তভোগী সেবা পাইবে এবং অনেক মানুষের জীবন রক্ষায় ভূমিকা পালন করিবে।
সরকারি হাসপাতালসমূহে যথাযথ সেবা পাইলে দেশের দরিদ্র মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস লইতে পারিবে। আইসিইউ বাণিজ্যের পথও অনেকাংশে বন্ধ হইবে। আমাদের সংবিধান সকল নাগরিকের সুস্বাস্থ্য ও সুচিকিৎসা নিশ্চিতকরণে রাষ্ট্রকে দায়িত্ব দিয়াছে। তাই আইসিইউ সেবার ক্ষেত্রে যে কোনো ব্যত্যয় সংবিধানের লঙ্ঘনরূপে চিহ্নিত হইবে। একই কারণে সরকারি হাসপাতালসমূহের আইসিইউ ব্যবস্থাপনায় যে অনিয়মের অভিযোগ রহিয়াছে উহা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলিয়া আমরা মনে করি। মোদ্দা কথা, আলোচ্য সরকারি হাসপাতালসমূহে দ্রুত সুব্যবস্থাপনা নিশ্চিতকরণের মাধ্যমে মূল্যবান আইসিইউ সেবা সচল রাখা হউক।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প রকল প র আইস ইউর ব যবস সরক র

এছাড়াও পড়ুন:

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬৬২ পদে বিশাল নিয়োগ, করুন আবেদন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড সম্প্রতি ১৩টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে মোট ৬৬২ জন জনবল নিয়োগ পাবেন। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে আজ বুধবার (২৩-৪-২০২৫) সকাল ১০টা থেকে থেকে।

পদের নাম ও পদসংখ্যা:

১. পেন্ট্রিম্যান (ক্যাজুয়াল)

পদসংখ্যা: ১৬২টি

আবেদনের বয়স: ৩২ বছর

২. ডিসওয়াসার (ক্যাজুয়াল)

পদসংখ্যা: ৮টি

আবেদনের বয়স: ৩২ বছর

৩. হাইজিন হেলপার (ক্যাজুয়াল)

পদসংখ্যা: ১৬টি

আবেদনের বয়স: ৩২ বছর

৪. কিচেন হেলপার (ক্যাজুয়াল)

পদসংখ্যা: ২৫টি

আবেদনের বয়স: ৩২ বছর

৫. বেকার হেলপার (ক্যাজুয়াল)

পদসংখ্যা: ১২টি

আবেদনের বয়স: ৩২ বছর

A_S_ALIM

সম্পর্কিত নিবন্ধ

  • বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬৬২ পদে বিশাল নিয়োগ, করুন আবেদন