ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে স্থানীয় বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সদরের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের জমায়েত করা হয়। জমায়েত শেষে গৌরনদী বাসস্ট্যান্ডে বরিশাল ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়া যানবাহনগুলোর যাত্রী ও চালকদেরকে দুর্ভোগ পোহাতে দেখা যায়। 

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত জমায়েত ও গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু প্রমুখ। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ বর শ ল ব এনপ র উপজ ল গ রনদ

এছাড়াও পড়ুন:

মুরাদনগরে নারী নির্যাতন: রিমান্ড শেষে চার আসামিকে আদালতে তোলা হবে আজ

কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ কাণ্ডে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ৩ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওই দিন ভুক্তভোগী নারীকে ঘরের ভেতর আটকে নির্যাতন ও ভিডিও ভাইরাল করার বিষয়ে তারা বেশ কিছু তথ্য দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আগেই কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান। তবে মামলার তদন্তসংশ্লিষ্ট অপর একটি সূত্র জানিয়েছে, ‘রিমান্ডে ঘটনার সময় নির্যাতন ও ভিডিওকারীদের নাম প্রকাশ করেছেন আসামিরা।’

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হকের আদালতে চারজনের রিমান্ড চেয়ে আবেদন করেন মুরাদনগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন। আদালত ৪ জনের রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন– রমজান, মোহাম্মদ আলী সুমন, মো. আরিফ ও মো. অনিক। 

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান গতকাল সমকালকে বলেন, রিমান্ড শেষে মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করা হবে। একই মামলায় গ্রেপ্তার আরেক আসামি ও ঘটনার পরিকল্পনাকারী শাহ পরানের রিমান্ড শুনানি হবে বুধবার। 

সম্পর্কিত নিবন্ধ