সিরিজ হেরে লজ্জার দুটি বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ
Published: 22nd, May 2025 GMT
প্রথম ম্যাচ জিতে সিরিজ শুরুর পর আত্মবিশ্বাসে ভরপুর ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেও হার মানতে হয় সংযুক্ত আরব আমিরাতের কাছে। আর তৃতীয় ও শেষ ম্যাচে তো ৭ উইকেটের বড় ব্যবধানে হারল লিটনরা। এতে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে নেয় আমিরাত।
এই হারের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হয়েছে দুটি লজ্জাজনক বিশ্বরেকর্ড। সহযোগী দেশের বিপক্ষে এটি বাংলাদেশের ১১তম পরাজয় (আন্তর্জাতিক স্বীকৃতিতে ১০ম), আর সিরিজ হিসেবে তৃতীয়বার কোনো সহযোগী দেশের বিপক্ষে হার। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলে ১ বছরের ব্যবধানে দ্বিতীয়বার এমন লজ্জায় পড়ল বাংলাদেশ।
কাকতালীয়ভাবে, ২০২৪ সালের ২১ মে যুক্তরাষ্ট্রের মাটিতে সিরিজ হেরেছিল টাইগাররা। এক বছর পর, ২০২৫ সালের ঠিক সেই একই দিনে আবারও ২১ মে-তে হারল আরেক সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম দল যারা সহযোগী সদস্যদের বিপক্ষে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ হেরেছে মাত্র ৪টি, ইংল্যান্ডের হার ৩টি, আর পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সমান ২টি করে হার।
এছাড়াও, টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ে বাদ দিলে বাংলাদেশই একমাত্র দল যারা একাধিকবার সহযোগী দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলুড়ে দেশ হিসেবে টাইগাররাই এক্ষেত্রে একমাত্র উদাহরণ।
উল্লেখ্য, ২০১২ সালে স্কটল্যান্ড সফরে গিয়ে একমাত্র টি-টোয়েন্টিতে হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। এরপর যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হারল লিটনের দল। সহযোগী দেশের বিপক্ষে সবচেয়ে বেশি ৬টি টি-টোয়েন্টি সিরিজ হারের রেকর্ড অবশ্য এখনো জিম্বাবুয়ের দখলে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা