বন্দরে মুক্তিযোদ্ধা সংসদের নাম ব্যবহার করে জমি দখলের অভিযোগ
Published: 23rd, May 2025 GMT
বন্দরে আওয়ামী লীগ নেতা ও ওসমান পরিবারের ঘনিষ্ঠ দোসরদের কবল থেকে সম্পত্তি উদ্ধার ও রক্ষার আবেদন করেছেন ভুক্তভোগী পরিবার।
প্রতিপক্ষ দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক তাদের ক্রয়কৃত জমির ওপর মুক্তিযোদ্ধা সংসদের নাম ব্যাবহার করে পাকা স্থাপনা নির্মানের মাধ্যমে জবরদখল ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন জমির ওয়ারিশগণ।
বন্দর বাজার সংলগ্ন ৪০ শতাংশ জমির মালিক ৫৫ নং এসএস শাহ রোডের মৃত: ফজলে আলী।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন বন্দর বাজারে গঙাকুল মৌজায় ৫৪ শতাংশ জমির জোতসুত্রে মালিক মিরাশ রাম কানাই সাহা।পরবর্তীতে তাদের ওয়ারিশ যতীন্দ্র নাথ পোদ্দার ও অনন্ত কুমার পোদ্দার এর পক্ষে নারায়ণগঞ্জ মুনসেফি আদালত ৩১/৭১৯৭৮ তারিখে ৪০ শতাংশ জমি সাফ কবলা রেজিষ্ট্রিকৃত দলিল নং ৬১৬৩ মুলে মৃত: ফজলে আলী কে বুঝিয়ে দেন।
ক্রয়সুত্রে তিনি মালিক হয়ে যথারীতি সরকারের খাজনা আদায় ও নামজারি করেন এবং ভোগদখলকার নিয়ত থাকেন।কিন্তু বন্দর উইলসন রোড কাজী বাড়ীর আওয়ামী লীগ ও ওসমান পরিবারের ঘনিষ্ঠ দোসর নাসির উদ্দীন কাজীর প্রত্যক্ষ মদদে তার ভাই ছাত্তার কাজী কুট কৌশল অবলম্বন করে হেম চন্দ্র পোদ্দার নামে অজ্ঞাত ব্যাক্তির নাম ব্যাবহার করে জাল দলিল সৃজন করার মাধ্যমে ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করে। এমনকি আদালতে মোকদ্দমা করে।
কিন্তু আদালতে মিথ্যা প্রতীয়মান হওয়ায় কতিপয় হেম চন্দ্র পোদ্দার কে আদালতে হাজির করার জন্য জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি হয়।দীর্ঘ এক যুগের বেশি সময়ের মধ্যেও তাকে হাজির করতে পারেনি।তাদের কোনো বৈধ দলিলপত্র না থাকায় অসৎ উদ্দেশ্যে দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক তাদের জমির ওপর মুক্তিযোদ্ধা সংসদের নাম ব্যাবহার করে কিছু অংশে পাকা স্থাপনা নির্মান করে কাজি নাসির উদ্দীন ও কাজি ছাত্তার গং।বাধা দিতে গেলে তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিয়েছেন তারা।কাজী ছাত্তারের মৃত্যুর পরে তার ছেলে কাজি মিরাজ খালেদ রাসেল ও স্ত্রী মর্জিনা বেগম পুনরায় কাজি নাসিরদের সঙ্গে মিলে একইভাবে বিভিন্ন জাল জালিয়াতির মাধ্যমে জমি আত্নসাতের চেষ্টা করছে।
এ বিষয় প্রতিকারের জন্য স্থানীয় থানা পুলিশ ও প্রশাসনের কাছে একাধিক লিখিত আবেদন করেও নুন্যতম প্রতিকার পায়নি।
এ বিষয় জানতে চাইলে কাজী মিরাজ খালেদ রাসেল বলেন, অনেক বছর আগে হেম চন্দ্র পোদ্দার তার বাবা মৃত: কাজী ছাত্তার কে রেজিষ্ট্রিকৃত পাওয়ার অব এটর্নি মুলে জমি বিক্রি করেন।এ বিষয় নিয়ে আদালতে মামলা হয়েছে। কাগজপত্র অসম্পূর্ণ থাকায় মিউটেশন করতে পারেননি।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর ব র
এছাড়াও পড়ুন:
সাগরে নেমে ভেসে গেল চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার
কক্সবাজারের হিমছড়িতে মঙ্গলবার সকালে সমুদ্রে গোসল করতে নেমে উত্তাল ঢেউয়ে ভেসে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। তাদের মধ্যে একেএম সাদমান রহমান সাবাব নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অন্য দু’জনের সন্ধান পাওয়া যায়নি। তারা সবাই ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
নিখোঁজ দু’জন হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তিনজনই শহীদ ফরহাদ হলের ৫০৮ নম্বর কক্ষে থাকতেন এবং ঘনিষ্ঠ বন্ধু। তাদের সঙ্গে ছিলেন মো. রিয়াদ ও দেওয়ান ফারহান নামে আরও দুই বন্ধু। এ দুইজন সাগরে না নামায় বেঁচে গেছেন।
সাবাব রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার বাসিন্দা কেএম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ অরিত্র হাসানের বাড়ি বগুড়ার দক্ষিণ সনসনিয়া গ্রামে। আসিফ আহমেদের বাড়ি বগুড়া সদরের নারুলি দক্ষিণ এলাকায়। এ ঘটনায় চবি ক্যাম্পাসে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে সাবাবসহ তিনজনের পরিবারে চলছে আহাজারি।
চবি প্রতিনিধি জানান, সাবাবসহ পাঁচজন বান্দরবান যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে পাহাড়ে টানা বৃষ্টির কথা বিবেচনা করে সোমবার তারা কক্সবাজার যান। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একই সেশনের শিক্ষার্থী দেওয়ান ফারহান জানান, তাদের প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয় সোমবার। এদিন রাত ৯টার দিকে তারা কক্সবাজার পৌঁছেন। হোটেলে রাতের খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৫টার দিকে ঘুম ভাঙে। তখনও বৃষ্টি হচ্ছিল। তারা সৈকতের দিকে যান। এক মাঝির ছাতার নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন। বৃষ্টি কমলে সাবাব বলেন, তিনি ভিজে গেছেন, গোসল করবেন। তার সঙ্গে যান আসিফ। কিছুক্ষণ পর অরিত্রও গোসল করতে যান। তারা তিনজনই সাঁতার জানতেন না।
সৈকতে তখন ঢেউয়ের গতি বাড়ছিল। পাশে থাকা স্থানীয় এক ব্যক্তি তাদের বারবার সাবধান করে বলছিলেন– এই জায়গায় কিছুদিন আগে একজন মারা গেছে। ফারহান আরও জানান, তিনি ও রিয়াদ একটু দূরে দাঁড়িয়ে ছিলেন। ওই তিনজনকে ডাকছিলেন পাড়ে ফিরে আসতে। তারা ডাক শুনলেও সাড়া দিচ্ছিলেন না। হঠাৎ বিশাল ঢেউ এসে তিনজনকে ভাসিয়ে নিয়ে যায়। চোখের সামনে হারিয়ে গেলেন তারা। পরে স্থানীয়দের সহায়তায় সাবাবের মরদেহ উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি টিম কক্সবাজার গেছে। নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।’
কক্সবাজার প্রতিনিধি জানান, নিখোঁজ দু’জনকে উদ্ধারে মঙ্গলবার সন্ধ্যায়ও তল্লাশি অভিযান চলছিল। বেসরকারি প্রতিষ্ঠান সি সেফ লাইফগার্ডের কর্মীরা সৈকতে উদ্ধার তৎপরতায় যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠানটির আঞ্চলিক পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, পাঁচ শিক্ষার্থীর মধ্যে দু’জন বাঁধের ওপরে ছিলেন। তিনজন বাঁধের নিচে এসে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যান তারা। সাগর প্রচণ্ড উত্তাল থাকায় উদ্ধার তৎপরতায় সমস্যা হচ্ছে। হিমছড়ি সৈকতে গোসল খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে একাধিক গুপ্তখালের সৃষ্টি হয়েছে। নিরাপত্তার বিষয়টি দেখারও কেউ নেই। নিখোঁজ দু’জন গুপ্তখালে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান বলেন, ‘কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের প্যাঁচার দ্বীপ এলাকার ক্যাম্প-ইন-কক্স রিসোর্টে পাঁচ বন্ধু উঠেছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাদমানের লাশ সৈকতে ভেসে আসে।
সাগরে গোসলে নেমে গত মাসে ছয়জনের মৃত্যু হয়েছে। সি সেফ লাইফগার্ডের সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত বলেন, কক্সবাজার শহরের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত পাঁচ কিলোমিটার সৈকতে গোসলে নেমে কেউ নিখোঁজ হলে উদ্ধার তৎপরতা চালানোর জন্য ২৬ জন লাইফগার্ড রয়েছেন। তবে হিমছড়ি, দরিয়ানগর, ইনানীসহ বাকি ১১৫ কিলোমিটার সৈকতে গোসলে নেমে কেউ নিখোঁজ হলে উদ্ধার তৎপরতা চালানোর মতো কেউ নেই।
বগুড়া ব্যুরো জানায়, একমাত্র ছেলে অরিত্র হাসান নিখোঁজ হওয়ায় তাঁর মা পাগলপ্রায়। অরিত্রর বাবা-মা দু’জনই কক্সবাজার রওনা দিয়েছেন। এদিকে আসিফের বাবা-মা কক্সবাজার গেছেন। বাড়িতে দুই পরিবারের স্বজনের মধ্যে আজাহারি চলছে। অরিত্রর বাবা আমিনুল ইসলাম বগুড়া ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। দু’বছর আগে অবসর গ্রহণ করেন। বর্তমানে ঢাকায় দ্য নিউ এজ পত্রিকায় এডিটোরিয়াল বিভাগে কর্মরত। অরিত্রর মা বগুড়ায় থাকেন।
আসিফের মা কোরাইশা বেগম ২ বছর আগে বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন। আসিফরা দুই ভাই। বড় ভাই আবির আশরাফ একটি কোম্পানিতে চাকরি করেন। আসিফের বাবা রফিকুল ইসলাম বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী কলেজের শিক্ষক।