মেহজাবীন বললেন, ‘বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে’
Published: 24th, May 2025 GMT
গত বছরের ডিসেম্বরে ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। শঙ্খ দাশগুপ্তর সিনেমাটিতে মালতী চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান। গতকাল সন্ধ্যায় মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে ‘প্রিয় মালতীর’ জন্য জোড়া পুরস্কার পেয়েছেন মেহজাবীন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভক্ত-অনুসারীদের সঙ্গে পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান অভিনেত্রী।
গতকাল মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরের শুরুর দিকেই মঞ্চে ওঠেন মেহজাবীন। উপলক্ষ ‘প্রিয় মালতী’। এবারের আসরে সেরা চলচ্চিত্রের (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র) পুরস্কার পায় ‘প্রিয় মালতী’।
এবারের আসরে সেরা চলচ্চিত্রের (পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র) পুরস্কার পায় ‘প্রিয় মালতী’। প্রথম আলো.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চলচ চ ত র প রস ক র ম হজ ব ন
এছাড়াও পড়ুন:
সবচেয়ে বেশি মেরিল–প্রথম আলো পুরস্কার পেয়েছেন কোন তারকা
বিনোদনের ক্ষেত্রে বছরের সেরা কাজের স্বীকৃতি দিতে ১৯৯৮ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার প্রবর্তন করা হয়। এ বছর বসছে জমকালো পুরস্কারটির ২৬তম আসর।
রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে শুরু হয়েছে পুরস্কারটির ২৬তম আসর।
প্রতিবছরের মতো এবারও ‘তারকা জরিপ পুরস্কার’, ‘সমালোচক পুরস্কার’ ও ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হবে। এ বছর পদক ও সম্মাননা কারা পাবেন, তা জানতে পুরস্কার ঘোষণার জন্য অপেক্ষায় থাকতে হবে।
দুই যুগের ইতিহাসে সর্বোচ্চ ১৩ বার পেয়েছেন চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা