চট্টগ্রাম আদালতপাড়ায় মসজিদে হামলার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দিনের আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার পুলিশের ওপর হামলার মামলায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছিলেন আদালত।

চট্টগ্রাম মহানগর এপিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, মসজিদে ভাঙচুর ও হামলা মামলার তদন্ত কর্মকর্তা মঙ্গলবার আসামি চিন্ময় দাশকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এ ছাড়া গত ১৮ মে চিন্ময়কে রাষ্ট্রদ্রোহ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন আদালত।
চট্টগ্রাম কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ লাঠিচার্জ পুলিশ। ওই সময় সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আইনজীবীদের নবনির্মিত চেম্বারের উদ্বোধন করলেন অ্যাটর্নি জেনারেল 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির চতুর্থ তলা আইনজীবীদের জন্য নবনির্মিত চেম্বারের উদ্বোধন করলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

বুধবার ( ৯ জুলাই) বিকেল  নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের চতুর্থ তলায় ফিতাকেটে ও ফলক উন্মোচন করে উদ্বোধন করেন তিনি।

পরে আইনজীবী সমিতির প্রয়াত সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত ও আইনজীবী সমিতির সদস্যদের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। 

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মো: রবিউল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান, সহকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এড. সাইফুল ইসলাম রতন, এড. আল আমিন সিদ্দিকী আগুন, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)  এড. আবুল কালাম আজাদ জাকির, জেলা আদালতের (জিপি) এড. খন্দকার আবুল কালাম আজাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল (পিপি) এড. খোরশেদ আলম মোল্লাসহ বিজ্ঞ বিচারক ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মানবতাবিরোধী অপরাধ: ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো মামলায় প্রথম ‘রাজসাক্ষী’
  • অন্তর্বর্তী সরকার বিচারের দৃশ্যমান কার্যক্রম বাস্তবায়ন করে দিয়ে যেতে চায়: আসিফ মাহমুদ
  • ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র হতে পারে, আশা আসিফ মাহমুদের
  • অর্থনীতিবিদ আবুল বারকাত কারাগারে
  • রাজসাক্ষী কে, আসামি কীভাবে রাজসাক্ষী হন, শর্ত কী
  • আদালতে জামিননামা দাখিল করলেন অপু বিশ্বাস
  • হবিগঞ্জ আদালত থেকে আসামি ছিনিয়ে নিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা
  • আলোচিত স্কুলছাত্র জনি হত্যায় সাজু ৩ দিনের রিমান্ডে
  • আইনজীবীদের নবনির্মিত চেম্বারের উদ্বোধন করলেন অ্যাটর্নি জেনারেল 
  • ‘বিতর্কিত’ বিচারকদের অপসারণ চায় সুপ্রিমকোর্ট বার