সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগে আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

২০২৫ সালের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের ৭ (ক) ধারা অনুসারে অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে এই দরখাস্ত আহ্বান করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ বুধবার এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাই করে প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ শিরোনামে অধ্যাদেশ গত ২১ জানুয়ারি গেজেট আকারে জারি করে আইন মন্ত্রণালয়।

অধ্যাদেশের ৩ ধারা অনুসারে, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের নিমিত্ত বা পরামর্শ প্রদান প্রক্রিয়ায় প্রধান বিচারপতিকে সহায়তা করার উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক সুপারিশ করার জন্য একটি স্থায়ী কাউন্সিল থাকবে। আর তা ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ নামে অভিহিত হবে।

অধ্যাদেশের বিধান অনুসারে ইতিমধ্যে ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ গঠিত হয়েছে। প্রধান বিচারপতি এই কাউন্সিলের চেয়ারপারসন।

হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগবিষয়ক সুপারিশ সম্পর্কে অধ্যাদেশের ৭ ধারায় বলা রয়েছে। ৭ (ক) ধারা অনুসারে কাউন্সিল উপযুক্ত ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য নিজ উদ্যোগে সংগ্রহ করতে পারবে। এ ছাড়া ফরমে প্রার্থীদের কাছ হতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহ্বান করবে।

গণবিজ্ঞপ্তির ভাষ্য, ২০২৫ সালের সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের ৭ ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ইতিমধ্যে সংশ্লিষ্ট সব পর্যায়ে বিজ্ঞপ্তি বা নোটিশ প্রদান করা হলে অনেক আগ্রহী প্রার্থী নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ওই দরখাস্তগুলোর পাশাপাশি হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক পদে নিয়োগের উদ্দেশ্যে সর্বসম্মতভাবে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্ধারিত ফরমে প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এ অবস্থায় সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল বিচারক নিয়োগ অধ্যাদেশের ৭ ধারা অনুযায়ী, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক পদে নিয়োগবিষয়ক সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে উপযুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহের সুবিধার্থে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ অনুসরণ করে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদির সংযুক্তি ও পাসপোর্ট সাইজের এক কপি ছবিসহ নির্ধারিত ফরমে দরখাস্ত আগামী ২২ জুনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে ডাকযোগে বা সরাসরি পাঠানোর জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হলো।

এর আগে নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করেছেন, তাঁদের পুনরায় দরখাস্ত দাখিলের আবশ্যকতা নেই বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ধ র ত ফরম অন স র

এছাড়াও পড়ুন:

রাজউক উত্তরা মডেল কলেজে অভ্যন্তরীণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি

রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘অভ্যন্তরীণ শিক্ষার্থীদের’ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। সেই নীতিমালার ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করা হবে। এ কলেজ হতে ২০২৫ সালে ‘এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী’ ও অভিভাবকদের জানার জন্য গুরুত্বপূর্ণ তথ্য। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে রাজউক উত্তরা মডেল কলেজে ভর্তির জন্য অবশ্য করণীয় নিচে দেওয়া হলো।

একাদশ শ্রেণিতে ভর্তির তারিখ—

আগামীকাল বুধবার, ৩০ জুলাই হতে ১১ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

রাজউক উত্তরা মডেল কলেজে নির্বাচিত হওয়ার পর ‘বোর্ড নির্ধারিত’ তারিখের মধ্যে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। অন্যথায় ‘নির্বাচন বাতিল হবে’ এবং এ কলেজে ভর্তি হতে পারবে না।

আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর২৩ জুলাই ২০২৫অভ্যন্তরীণ শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা—

বিজ্ঞান বিভাগ:

১. বাংলা মাধ্যম-প্রভাতি শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.৫০, বহিরাগত ৫.০০,

২. বাংলা মাধ্যম-দিবা শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.৫০, বহিরাগত ৫.০০,

৩. ইংরেজি মাধ্যম-প্রভাতি শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.৫০, বহিরাগত ৫.০০,

৪. ইংরেজি মাধ্যম-দিবা শিফট, ন্যূনতম যোগ্যতা: অভ্যন্তরীণ ৪.৫০, বহিরাগত ৫.০০।

রাজউক উত্তরা মডেল কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিতে ছাত্রছাত্রীদের নিজ নিজ শিফট, ভার্সন ও বিভাগে ভর্তির জন্য আবেদন করতে হবে

সম্পর্কিত নিবন্ধ

  • সংকোচনমূলক মুদ্রানীতি বাণিজ্য-বিনিয়োগের প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করবে: ঢাকা চেম্বার
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নির্দেশনা মাউশির, কে কত টাকা পাবেন
  • বাটা সু’র মুনাফা কমেছে ২৬.৮৪ শতাংশ
  • বাংলাদেশের কাছে আবারো ইলিশের জন্য অনুরোধ করেছে ভারত
  • ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা
  • আজ টিভিতে যা দেখবেন (৩১ জুলাই ২০২৫)
  • ঢাকা সিটি কলেজে একাদশে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য
  • আজ টিভিতে যা দেখবেন (৩০ জুলাই ২০২৫)
  • আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৫০ শিক্ষার্থী পেলেন বিদায় সংবর্ধনা
  • রাজউক উত্তরা মডেল কলেজে অভ্যন্তরীণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি