বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম, বুলবুল নামেই যাঁকে চেনে বাংলাদেশের ক্রিকেট। তাঁর নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ, পেয়েছে প্রথম জয়ও। বাংলাদেশের অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে গড়েছিলেন অসাধারণ এক কীর্তি। আমিনুলের প্রায় পুরো ক্যারিয়ারই কাছ থেকে দেখেছেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। বাংলাদেশের ১১ ক্রিকেটারের গল্প নিয়ে উৎপল শুভ্রর লেখা 'এগারো' বইয়ের এক চরিত্রও এই আমিনুল ইসলাম। তাঁকে নিয়ে লেখাটাতে ক্রিকেটার আমিনুলের সঙ্গে মানুষ আমিনুলকেও কিছুটা চিনতে পারবেন।

মেলবোর্নের শহরতলিতে ছিমছাম বাড়িটার সামনে দাঁড়িয়ে একটু চমকেই গেলাম। চমকে গেলাম বাড়ির নম্বরটা দেখে। ১০০!

বাড়ির নম্বর ‘১০০’ হলে চমকে যেতে হবে কেন? কারণ, এই বাড়ির মালিকের নাম আমিনুল ইসলাম। বাংলাদেশের ক্রিকেট যাঁকে বুলবুল নামেই বেশি চেনে। ২০১৫ বিশ্বকাপ কাভার করতে মেলবোর্ন গিয়ে হোটেলে ওঠার আগে দুদিনের জন্য এক বন্ধুর আতিথ্য নিয়েছি। তখন জানি না, আমিনুল ইসলাম বুলবুল তাঁর প্রতিবেশী। মাঝখানে মাত্র দু-তিনটি বাড়ির ব্যবধান।

মেলবোর্নে নিজের বাড়ির সামনে আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ানের বাড়ির নম্বরও ১০০.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম ন ল ইসল ম

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে

এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?

দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’

প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।

আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’

তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’

মুশফিকুর রহিম

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে