শোবিজ অঙ্গনে কাস্টিং কাউচের অভিযোগ প্রায়ই ওঠে। অনেক অভিনেত্রী এ নিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এর আগে অভিনেত্রী সুরভিন চাওলা একাধিক তিক্ত ঘটনা বর্ণনা করেছেন। ফের রুপালি জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

কয়েক দিন আগে ‘দ্য মেল ফেমিনিস্ট’ পডকাস্টে সাক্ষাৎকার দেন সুরভিন চাওলা। এ আলাপচারিতায় কয়েকটি ঘটনা শেয়ার করেছেন। তার একটি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির। তামিল সিনেমার এক পরিচালক তাকে কু-প্রস্তাব দিয়েছিলেন। ওই পরিচালক তামিল ছাড়া অন্য ভাষায় কথা বলতে পারতেন না। তাই তার হয়ে অন্য একজন সুরভিনকে মেসেজ পাঠান।

মেসেজের বক্তব্য বর্ণনা করে সুরভিন চাওলা বলেন, “আপনার অডিশন স্যারের খুব ভালো লেগেছে। কিন্তু স্যার তো আপনাকে ঠিক চেনেন না, তাই স্যার আপনার সঙ্গে সময় কাটাতে চান। কথা ঘুরিয়ে যাচ্ছিলেন। কিন্তু আসল প্রসঙ্গে আসছিলেন না। চার-পাঁচ মিনিট এ রকম চলার পর তাকে সোজা জিজ্ঞাসা করি, আপনার স্যার কি আমার সঙ্গে শুতে চান? সেটা যদি হয় তবে আপনাকে বলতে চাই, আপনি ভুল মানুষের সঙ্গে কথা বলছেন, নিজেকে বেচে কাজ পেতে চাই না।”

আরো পড়ুন:

মুক্তির আগেই বিজয়ের শেষ সিনেমার আয় ২৫১ কোটি টাকা!

প্রভাসের নায়িকা হতে ক্যারিয়ারের সবচেয়ে বেশি পারিশ্রমিক নিলেন তৃপ্তি

মুম্বাইয়ের আরেকটি তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেন সুরভিন চাওলা। এ অভিনেত্রী বলেন, “তার অফিস কেবিনে মিটিংয়ের পর, আমাকে বিদায় জানাতে গেট পর্যন্ত এসেছিল। এ ঘটনা আমার বিয়ের পরের। মিটিংয়ে বিয়ের বিষয়ে কথা হয়। জানতে চেয়েছিল, সবকিছু কেমন চলছে, আমার স্বামী কী করেন? তার কেবিনে বসেই আমরা কথা বলছিলাম। তার অফিসটি অনেক বড় ছিল। বিদায় নিয়ে আমি যখন দরজা খুললাম, তখন সে চুমু খাওয়ার চেষ্টা করেছিল। আমি তাকে ধাক্কা দিয়ে পিছনে ঠেলে দিই। আমি চমকে গিয়ে বলি, ‘আপনি এটা কী করছেন?’ এরপর আমি চলে আসি।”

প্রায় দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন সুরভিন। ‘কাহি তো হোগা’ হিন্দি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেন তিনি। এরপর ‘কসৌটি জিন্দেগি কি’, ‘কাজল’ ধারাবাহিকে কাজ করেছেন। সঞ্চালক হিসেবেও তাকে দেখা গেছে। তবে ‘হেট স্টোরি টু’ সিনেমায় অভিনয় করে বেশি পরিচিতি লাভ করেন এই নায়িকা।

‘হেট স্টোরি টু’ ছাড়াও বলিউডের ‘আগলি’, ‘পার্চড’ সিনেমায় অভিনয় করেছেন সুরভিন চাওলা। ‘স্যাকরেড গেমস’, ‘ডিকাপলড’ ওয়েব সিরিজেও তাকে দেখা গেছে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র কর ছ ন আপন র

এছাড়াও পড়ুন:

যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা

রাজধানীতে হাত ও পা বেঁধে রড দিয়ে পিটিয়ে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে যাত্রাবাড়ীর কাউন্সিল শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির একটি কারখানায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিদ্যুৎমিস্ত্রি ছিলেন আনোয়ার হোসেন। তাঁর কর্মস্থল ছিল পুরান ঢাকার সদরঘাটে। পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রাজধানীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় থাকতেন।

আনোয়ারের ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে আনোয়ার বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। পরে খবর পান, তাঁর ভাইকে কাউন্সিল উত্তর শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির গ্যারেজে নিয়ে হাত–পা বেঁধে রাখা হয়েছে। এরপর সেখানে গিয়ে আনোয়ারের হাত–পা বাঁধা ও রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাঁর মা।

লোহার রড দিয়ে পেটানো হয়েছে বলে মৃত্যুর আগের তাঁর মাকে জানিয়েছিলেন আনোয়ার। তাঁর ভাই এ কথা জানিয়ে বলেন, এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। এরপর যাত্রাবাড়ীর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভোরে সঙ্গী সুমনকে নিয়ে আনোয়ার বাসের কাঠামো তৈরির কারখানায় চুরি করতে যান। এ সময় সেখানে থাকা লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। তাঁর সঙ্গী সুমন পালিয়ে যান।

সম্পর্কিত নিবন্ধ

  • ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত
  • শাহরুখকে ‘কুৎসিত’ বলেছিলেন হেমা মালিনী, এরপর...
  • প্রথম দেখায় প্রেম নাকি ঝগড়া? আসছে ইয়াশ–তটিনীর ‘তোমার জন্য মন’
  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • সিলেটে বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২২
  • যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা