দক্ষিণ গাজা উপত্যকার একটি খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ২৭ জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এই নিয়ে তৃতীয়বারের মতো ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের হত্যা করলো ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী রাফাহতে বিতরণ কেন্দ্রের কাছে নির্ধারিত প্রবেশ পথ ছেড়ে আসা ব্যক্তিদের একটি দলের উপর গুলি চালিয়েছে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, রাফাহতে তাদের ফিল্ড হাসপাতালে ১৮৪ জন হতাহত ছিল। তাদের মধ্যে ১৯ জনকে পৌঁছানোর পরে মৃত ঘোষণা করা হয়েছিল এবং আটজন আহত হওয়ার কিছুক্ষণ পরেই মারা গেছেন।

মুখপাত্র আরো জানান, ৩৫ জনেরও বেশি রোগীর অবস্থা অত্যন্ত গুরুতর।

মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন গত সপ্তাহে গাজার যুদ্ধবিধ্বস্ত জনগোষ্ঠীর মধ্যে ত্রাণ বিতরণ করার লক্ষ্যে তাদের প্রথম বিতরণ কেন্দ্র চালু করে। ঐতিহ্যবাহী ত্রাণ বিতরণ গোষ্ঠীগুলোকে উপেক্ষা করে এই ফাউন্ডেশন গাজায় তাদের কর্মকাণ্ড শুরু করে। ইতিমধ্যে ফাউন্ডেশন জাতিসংঘ এবং প্রতিষ্ঠিত দাতব্য সংস্থাগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে। সংস্থাগুলোর ভাষ্য, এই ফাউন্ডেশন মানবিক নীতি অনুসরণ করে না।

জাতিসংঘের মানবাধিকার অফিস মঙ্গলবার খাদ্য সহায়তা পেতে চাইছেন এমন বেসামরিক নাগরিকদের উপর আক্রমণকে ‘অবিবেচনাপ্রসূত’ বলে বর্ণনা করেছে।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব তরণ ক ন দ র

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ