যৌন হয়রানির অভিযোগ ওঠা কর্মকর্তাকে বদলি
Published: 4th, June 2025 GMT
‘থেরাপিস্টের ভূমিকায় প্রশাসনিক কর্মকর্তা, যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে রাইজিংবিডিতে সংবাদ প্রচারের পর অভিযুক্ত কর্মকর্তা সঞ্জয় মিস্ত্রীকে বান্দরবান বদলি করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
গত সোমবার (২ জুন) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এস এম নোমান হাসান খানের স্বাক্ষরিত এক আদেশে তাকে বরগুনা থেকে বান্দরবান বদলি করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বরগুনার কর্মকর্তা সঞ্জয় মিস্ত্রীকে বান্দরবান বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরো পড়ুন:
লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
যৌন হয়রানির অভিযোগে নোবিপ্রবি আরেক শিক্ষক বরখাস্ত
এর আগে, গত ২৭ মে বরগুনার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে ‘থেরাপিস্টের ভূমিকায় প্রশাসনিক কর্মকর্তা, যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রচার হয় রাইজিংবিডিতে।
ঢাকা/ইমরান/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা