ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর আসামি গ্রেপ্তার
Published: 10th, June 2025 GMT
রাজশাহীতে সৎ ভাইকে কুপিয়ে হত্যার ২৭ দিন পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৯ জুন) মধ্যরাতে জেলার গোদাগাড়ী উপজেলার পলাশবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১০ জুন) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যব-৫।
গ্রেপ্তার ব্যক্তির নাম কামাল হোসেন (৫০)। তিনি বাঘা উপজেলার আরিফপুর গ্রামের বাসিন্দা।
আরো পড়ুন:
শার্শায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি কর্মীকে হত্যা
ধামরাইয়ে মা-দু’ ছেলে হত্যা: ‘বালিশচাপা দিয়ে হত্যা করে রবিন’
নিহত ব্যক্তির নাম ছাদেক আলী (৪৫)। তিনি ছাগল ব্যবসায়ী ছিলেন।
র্যাব জানায়, নিহত ছাদেক আলীর সঙ্গে সৎ ভাই কামালের দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয়ে টানাপোড়েন চলছিল। গত ১৩ মে বিকেলে ছাদেক ব্যবসার কাজে বাঘা উপজেলার চন্ডীপুর বাজারে যেতে বাড়ি থেকে বের হন। বাড়িতে ফিরতে দেরি হলে ছাদেক তার স্ত্রীকে ফোনে জানান, তিনি কামালের বাড়িতে আছেন।
গত ১৪ মে দুপুরে বাঘার বাজুবাঘা ইউনিয়নের একটি আমবাগান থেকে ছাদেক আলীর মরদেহ উদ্ধার হয়। আগের দিন রাত সাড়ে ১০টা থেকে পৌনে ১২টার মধ্যে কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে কামাল ছাদেককে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেন এবং তার মরদেহ আমবাগানে ফেলে পালিয়ে যান।
র্যাব জানায়, এ ঘটনার নিহত ছাদেক আলীর স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকেই র্যাব-৫ ছায়াতদন্ত শুরু করে। আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। ২৭ দিন পর গতকাল সোমবার মধ্যরাতে জেলার গোদাগাড়ী থেকে কামালকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। কামালকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকা/কেয়া/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য আস ম ছ দ ক আল
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা