নড়াইলের কালিয়ায় কলেজছাত্রের বাড়িতে অভিযান চালিয়ে একটি স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ ও ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। অনেকে উদ্ধার করা অস্ত্রটিকে এয়ারগান, কেউবা শুটিং রাইফেল বলছেন।

উদ্ধার করা অস্ত্রটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সম্পর্কে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সেনাবাহিনী থেকে হস্তান্তরের পর সেটি (অস্ত্র) আমাদের হেফাজতে রয়েছে। আদালতের অনুমতি নিয়ে বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব, এটি ফায়ারিং আর্মস নাকি এয়ারগান। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গত রোববার মধ্যরাতে কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সোহান মোল্যার (২৬) বাড়িতে অভিযান চালিয়ে একটি অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। সোহান ওই গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে।

ওই ঘটনায় গতকাল সোমবার সকালে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় নড়াইল সেনা ক্যাম্প। এতে বলা হয়, কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের সোহান মোল্যা নামের এক ব্যক্তি একটি অবৈধ স্নাইপার রাইফেল ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের ওপর প্রভাব বিস্তার করছিলেন বলে খবর পায় সেনাবাহিনী। এরপর গতকাল (রোববার) রাতে সোহানের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় সোহানের বিছানার নিচে লুকিয়ে রাখা একটি ৪ দশমিক ৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেল (টেলিস্কোপ ও সাইলেন্সার যুক্ত) উদ্ধার করা হয়। তবে সে সময় সোহান বাড়িতে না থাকায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি।

আরও পড়ুননড়াইলে সেনা অভিযানে স্নাইপার রাইফেল উদ্ধার২০ ঘণ্টা আগে

গতকাল বিকেলে পুরুলিয়া গ্রামে গিয়ে দেখা যায়, ঘরে তালা দেওয়া; বাড়িতে কেউ নেই। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোহান খুলনায় একটি কলেজে পড়াশোনা করেন। কোন কলেজে পড়াশোনা করেন, তা তাঁরা কেউ জানেন না। সোহানের বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি তাঁরা আগেই দেখেছেন।

নাম প্রকাশ না করার শর্তে দুই প্রতিবেশী বলেন, ‘সোহানের বাড়ি থেকে সেনাবাহিনী যা উদ্ধার করেছে, তা একটি এয়ারগান। অনেক আগেও একবার সেনাবাহিনী এটি নিয়ে গিয়েছিল। তখন সোহান কাগজপত্র দেখিয়ে এটি ফেরত এনেছিল।’

আরেক প্রতিবেশী বলেন, প্রথমে এয়ারগানটি পার্শ্ববর্তী এলাকার রাতুল নামে একটি ছেলের কাছে ছিল। পরে সোহান এটি কিনেছিল। তাঁদের ঠিকানা অনুযায়ী রাতুলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে পুরুলিয়া মোড়ে রাতুলের বাবা মো.

জাকারিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, তাঁর ছেলে রাতুল ঢাকার একটি শুটিং ক্লাবের সদস্য ছিলেন। রাতুল খুলনা থেকে একটি এয়ারগান কিনেছিলেন। পরে যেখান থেকে কেনা সেখানেই আবার সেটি ফেরত দিয়েছিলেন। এরপর এয়ারগানটি সোহান কিনেছিলেন।

রোববার রাতে সোহানের বাড়ি থেকে সেনাবাহিনীর উদ্ধার করা অস্ত্রটি সেই এয়ারগান কি না, তা নিশ্চিত করে বলতে পারেননি মো. জাকারিয়া।

এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এ বিষয়ে ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, সোহান ও তাঁর বাবার নামে এর আগের কোনো মামলা পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুয়েট শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত, ১৬০ দিন পর মঙ্গলবার শুরু হচ্ছে ক্লাস

১৬০ দিন পর আগামীকাল মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হচ্ছে ক্লাস। আজ সোমবার কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভায় তিন সপ্তাহের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দুপুরে নতুন উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ হেলালী একাডেমিক কার্যক্রম শুরুর নির্দেশনা দেন।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, ‘উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এখন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি চালু করবেন উপাচার্য। আগামীকাল মঙ্গলবার ক্লাস শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে আজ ক্লাস শুরুর নোটিশ দেওয়া হবে।’

দুপুরে উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ হেলালী সাংবাদিকদের বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়েছেন যে ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে। সে অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে দুই দিন ধরে উপাচার্য বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন। তিনি কুয়েট শিক্ষক সমিতি, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনায় বসেন।

গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। ওই রাতেই তৎকালীন উপাচার্য ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এরপর শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে ২৬ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে ও সহ-উপাচার্য অধ্যাপক শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী সময়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এর পর থেকে কোনো শিক্ষকই আর ক্লাসে ফেরেননি।

এ অচলাবস্থার মধ্যে গত বৃহস্পতিবার কুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী। পরদিন শুক্রবার তিনি খুলনায় এসে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি একাধিক বৈঠকে বসেন—শনিবার ডিনদের সঙ্গে, রোববার সকালে লেকচারার ও সহকারী অধ্যাপক এবং দুপুরে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সঙ্গে। বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে, রাতে শিক্ষক সমিতির সঙ্গে মতবিনিময় করেন।

গত ২৬ এপ্রিল উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণের পর ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে শিক্ষক সমিতির বিরোধিতার মুখে তিনিও দায়িত্ব পালন করতে পারেননি এবং ২২ মে পদত্যাগ করেন। পরে ১০ জুন নতুন উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি দেয় সরকার। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে অধ্যাপক হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুনকুয়েটে অচলাবস্থা কাটছে, মঙ্গলবার থেকে শুরু হতে পারে ক্লাস২১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • নিশ্ছিদ্র দাপটে উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ও অলিম্পিকে ব্রাজিল
  • যে জীবন মানুষের উপকারে আসে না, সে জীবন সার্থক নয়: ববিতা
  • প্রেমের টানে চীনা যুবকের বাংলাদেশে এসে বিয়ে
  • চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর
  • নারী এশিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়
  • সাংলাং থেকে বেডং, সমুদ্র আমাদের সাথী  
  • আর রাহিকুল মাখতুম: এক আশ্চর্য সিরাতগ্রন্থ
  • ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার
  • লাইভ কনসার্টে পোশাক বিড়ম্বনায় জেনিফার লোপেজ (ভিডিও)
  • কুয়েট শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত, ১৬০ দিন পর মঙ্গলবার শুরু হচ্ছে ক্লাস