নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পর্যটকে মুখর বান্দরবানের বগালেক
Published: 10th, June 2025 GMT
দীর্ঘ সময় পর আবারও পর্যটকে মুখর হয়ে উঠতে শুরু করেছে বান্দরবানের রুমা উপজেলার বগালেক। ৬ জুন বগালেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন। এরপর রোববার থেকে বগালেকে পর্যটক সমাগম শুরু হয়েছে। এতে বেশ খুশি পর্যটন–সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
গতকাল সোমবার বগালেকে গিয়ে দেখা যায়, ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্ত থেকে এসেছেন শতাধিক পর্যটক। তাঁদের বেশির ভাগই এসেছেন মোটরসাইকেল নিয়ে এবং বয়সে তরুণ। কয়েকজনকে দেখা গেল, তাঁরা রাতযাপনের জন্য কটেজ খুঁজছেন। কথা হয় সিলেট থেকে আসা মো.
সরেজমিনে দেখা যায়, বগালেকে বমদের প্রায় ৩০টি কটেজ ও অবকাশযাপনকেন্দ্রের চার থেকে পাঁচটি ছাড়া সব কটি থাকার অনুপযোগী হয়ে পড়েছে। কোনোটাতে বেড়া, কোনোটাতে খুঁটি ভেঙে গেছে। বিছানাপত্র, আসবাবও নষ্ট। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে ভেতর থেকে। একটি কটেজ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত দেখা যায় লালখিম বম নামের একজনকে। তিনি বলেন, তাঁর তিনটি কটেজ রয়েছে। সব কটি কটেজ থাকার উপযোগী করতে আরও এক সপ্তাহ লাগবে। অনেকে ফোন করে কটেজ বুকিং দিতে চাচ্ছেন, তবে তিনি এসব পর্যটককে এক সপ্তাহ পর আসার জন্য বলেছেন।
সরেজমিনে দেখা যায়, বগালেকে বমদের প্রায় ৩০টি কটেজ ও অবকাশযাপনকেন্দ্রের চার থেকে পাঁচটি ছাড়া সব কটি থাকার অনুপযোগী হয়ে পড়েছে। কোনোটাতে বেড়া, কোনোটাতে খুঁটি ভেঙে গেছে। বিছানাপত্র, আসবাবও নষ্ট। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে ভেতর থেকে।বগালেক এলাকায় একটি দোকান রয়েছে জিংমুন বমের। তিনি বলেন, হঠাৎ নিষেধাজ্ঞা প্রত্যাহারে তাঁরা সবাই অপ্রস্তুত অবস্থায় পড়েছেন। কটেজ-অবকাশ যাপনকেন্দ্র নষ্ট হওয়ায় তিনি ছয়জন পর্যটককে নিজের বাড়িতে থাকতে দিয়েছেন। বাড়িতে থাকা মুরগি দিয়ে পর্যটকদের আপ্যায়ন করেছেন।
বগালেক এলাকায় আটটি কটেজ ও রিসোর্ট রয়েছে সিয়াম বমের। তিনি বলেন, তাঁর একটি কটেজ ছাড়া বাকিগুলো থাকার অনুপযোগী হয়ে পড়েছে। তবে এসব কটেজ সংস্কার করবেন কি না, তা নিয়ে ভাবছেন। কারণ, ধারদেনা করে মেরামতের পর আবার যদি ভ্রমণে নিষেধাজ্ঞা আসে, সে ক্ষেত্রে তাঁকে বেকায়দায় পড়তে হবে।
দেশের দ্বিতীয় সর্বোচ্চ কেওক্রাডাং পাহাড়ের ১ হাজার ৭৩ ফুট উচ্চতায় অবস্থিত বগালেক। রুমা উপজেলার সদর থেকে ১৪ কিলোমিটার দুরে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের এই লেকে বছরজুড়েই লেগে থাকত পর্যটকদের ভিড়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে প্রায় তিন বছর ধরে অনেকটা নিষ্প্রাণ ছিল বগালেক।
মোটরসাইকেল নিয়ে বেড়াতে আসা কয়েকজন পর্যটক। গতকাল সোমবারউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবারও শুরু হচ্ছে ‘বৈষ্টমী রকফেস্ট’
গেল বছর দেশব্যাপী কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমী। দেশব্যাপী কনসার্ট আয়োজনের লক্ষ্য থাকলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে দু’টি কনসার্ট আয়োজন করেই থমকে যেতে হয় তাদের। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও নতুন আয়োজনে শুরু হতে যাচ্ছে এ কনসার্ট।
আগামী শুক্রবার রাজধানীর পূর্বাচল নিউ টাউনে সুন্দরী ক্যাফে এন্ড আর্ট স্পেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের প্রথম কনসার্টটি।
কনসার্টে পারফর্ম করবে নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড সিম্ফনী, এ সময়ের জনপ্রিয় হেভি মেটাল ব্যন্ড মেকানিক্স। আরও থাকছে বাংলাদেশের প্রথম আদিবাসী নারীদের ব্যান্ড এফ মাইনর। এছাড়াও পারফর্ম করবেন রক ও থ্রাসমেটাল গায়ক কেএইচএন।
বৈষ্টমী জানায়, পরবর্তী কনসার্টটি অনুষ্ঠিত হবে ১২ জুলাই। এদিন পারফর্ম করার কথা রয়েছে ভাইকিংস, আর্টসেল ও তরুণ প্রজন্মের আরেকটি ব্যান্ডের। ২৬ জুলাই মেগা কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বৈষ্টমী। তবে, তা চমক হিসেবেই রাখতে চান তারা।
এর আগে এ আয়োজনে পারফর্ম করে ওয়ারফেজের সাবেক ভোকাল মিজান এর নতুন ব্যান্ড এমএনএম, আর্ক, বাংলা ফাইভ, হাইওয়ে। বৈষ্টমী’র প্রতিটি কনসার্টেই পারফর্ম করছেন হার্ড রক গায়ক কেএইচএন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রুদ্র হক জানান, ইতিমধ্যেই সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। বিকেল পাঁটায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত দশটা পর্যন্ত। টিকেট পাওয়া যাচ্ছে গেটসেটরক এর ওয়েবসাইটে। তাছাড়া ভেন্যুতেও টিকেট সংগ্রহ করতে পারবেন দর্শক।
এছাড়া কনসার্ট উপভোগের পাশাপাশি পছন্দের খাবারও খেতে পারবেন শ্রোতারা। টিকিট মুল্য- ৫০০ টাকা (২০০ জন), ৭০০ টাকা (১০০ জন ও সাথে জুস পানের সুবিধা) ১২৫০ টাকা (৫০টি আসন ও নৈশ আহার) ২৫০০ টাকা (৫০টি আসন ও মিনি বুফেই ডিনার)।