নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পর্যটকে মুখর বান্দরবানের বগালেক
Published: 10th, June 2025 GMT
দীর্ঘ সময় পর আবারও পর্যটকে মুখর হয়ে উঠতে শুরু করেছে বান্দরবানের রুমা উপজেলার বগালেক। ৬ জুন বগালেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জেলা প্রশাসন। এরপর রোববার থেকে বগালেকে পর্যটক সমাগম শুরু হয়েছে। এতে বেশ খুশি পর্যটন–সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
গতকাল সোমবার বগালেকে গিয়ে দেখা যায়, ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্ত থেকে এসেছেন শতাধিক পর্যটক। তাঁদের বেশির ভাগই এসেছেন মোটরসাইকেল নিয়ে এবং বয়সে তরুণ। কয়েকজনকে দেখা গেল, তাঁরা রাতযাপনের জন্য কটেজ খুঁজছেন। কথা হয় সিলেট থেকে আসা মো.
সরেজমিনে দেখা যায়, বগালেকে বমদের প্রায় ৩০টি কটেজ ও অবকাশযাপনকেন্দ্রের চার থেকে পাঁচটি ছাড়া সব কটি থাকার অনুপযোগী হয়ে পড়েছে। কোনোটাতে বেড়া, কোনোটাতে খুঁটি ভেঙে গেছে। বিছানাপত্র, আসবাবও নষ্ট। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে ভেতর থেকে। একটি কটেজ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত দেখা যায় লালখিম বম নামের একজনকে। তিনি বলেন, তাঁর তিনটি কটেজ রয়েছে। সব কটি কটেজ থাকার উপযোগী করতে আরও এক সপ্তাহ লাগবে। অনেকে ফোন করে কটেজ বুকিং দিতে চাচ্ছেন, তবে তিনি এসব পর্যটককে এক সপ্তাহ পর আসার জন্য বলেছেন।
সরেজমিনে দেখা যায়, বগালেকে বমদের প্রায় ৩০টি কটেজ ও অবকাশযাপনকেন্দ্রের চার থেকে পাঁচটি ছাড়া সব কটি থাকার অনুপযোগী হয়ে পড়েছে। কোনোটাতে বেড়া, কোনোটাতে খুঁটি ভেঙে গেছে। বিছানাপত্র, আসবাবও নষ্ট। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে ভেতর থেকে।বগালেক এলাকায় একটি দোকান রয়েছে জিংমুন বমের। তিনি বলেন, হঠাৎ নিষেধাজ্ঞা প্রত্যাহারে তাঁরা সবাই অপ্রস্তুত অবস্থায় পড়েছেন। কটেজ-অবকাশ যাপনকেন্দ্র নষ্ট হওয়ায় তিনি ছয়জন পর্যটককে নিজের বাড়িতে থাকতে দিয়েছেন। বাড়িতে থাকা মুরগি দিয়ে পর্যটকদের আপ্যায়ন করেছেন।
বগালেক এলাকায় আটটি কটেজ ও রিসোর্ট রয়েছে সিয়াম বমের। তিনি বলেন, তাঁর একটি কটেজ ছাড়া বাকিগুলো থাকার অনুপযোগী হয়ে পড়েছে। তবে এসব কটেজ সংস্কার করবেন কি না, তা নিয়ে ভাবছেন। কারণ, ধারদেনা করে মেরামতের পর আবার যদি ভ্রমণে নিষেধাজ্ঞা আসে, সে ক্ষেত্রে তাঁকে বেকায়দায় পড়তে হবে।
দেশের দ্বিতীয় সর্বোচ্চ কেওক্রাডাং পাহাড়ের ১ হাজার ৭৩ ফুট উচ্চতায় অবস্থিত বগালেক। রুমা উপজেলার সদর থেকে ১৪ কিলোমিটার দুরে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের এই লেকে বছরজুড়েই লেগে থাকত পর্যটকদের ভিড়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে প্রায় তিন বছর ধরে অনেকটা নিষ্প্রাণ ছিল বগালেক।
মোটরসাইকেল নিয়ে বেড়াতে আসা কয়েকজন পর্যটক। গতকাল সোমবারউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাসীদের হামলায় মোস্তফা কামাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে তার ওপর হামলা হয়। নিহত মোস্তফা কামাল একই গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোস্তফা কামাল রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে সড়কে একা পেয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। তারা তার মাথা ও ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়।
আরো পড়ুন:
ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’
বান্দরবানে যুবককে পাথর দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২
একজন পথচারী মোস্তফা কামালকে সড়কের পাশে পরে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেন। তারা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ