সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে জাতীয় স্টেডিয়ামে আলো কেড়েছিলেন হামজা চৌধুরী, শমিত সোমরা।
দেশের জন্য তাদের হৃদয় নিঙড়ে লড়াই করে যাওয়ার মানসিকতা মুগ্ধ করেছে অনেককে। প্রথমার্ধের শেষ সময়ে ১-০ গোলে এবং দ্বিতীয়ার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর কামব্যাক করে সমতা নিয়ে মাঠ ছাড়ার ভালো সুযোগ তৈরি করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
এমনকি শুরু থেকে গোল করার সুযোগ মিস না করলে বাংলাদেশ দলই ফিফা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে লিডে থাকতে পারত। ভালো খেলা উপহার দিয়ে ফুটবলে নতুন দিনের বার্তা দেওয়া ওই বাংলাদেশ দলকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ আর্মি নামের ফেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, ‘ভালো খেলা উপহার দেয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক ধন্যবাদ। তোমাদের নৈপুণ্য গর্বিত করেছে পুরো জাতিকে। সামনে আরও উজ্জ্বল হোক তোমাদের পথচলা। তোমাদের অগ্রযাত্রায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সকল প্রচেষ্টাকে আন্তরিক সাধুবাদ।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা