এইচপি স্কোয়াডে মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে সানদিদ
Published: 11th, June 2025 GMT
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স কোর স্কোয়াডে ডাক পেয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সানদিদ। প্রথমবার বিসিবির তত্ত্বাবধান ও পরিচালনায় বিশেষায়িত কোনো স্কোয়াডে ডাক পেলেন সতের পেরোনো এই কিশোর।
চায়নাম্যান সানদিদের এরই মধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেটে যাত্রা শুরু হয়েছে। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট একাডেমির হয়ে ৪ ম্যাচ ও আগের বছর গাজী টায়ার্স ক্রিকেট একাডিমির হয়ে ১ ম্যাচ খেলেছেন। ৫ ম্যাচে পেয়েছেন ৭ উইকেট।
এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে বয়সভিত্তিক কোনো দলে খেলেননি। তবে বিসিবির বিশেষ স্পিন ক্যাম্পে ছিলেন প্রতিশ্রুতিশীল এই ক্রিকেটার।
আরো পড়ুন:
ছন্দে ফিরে ইবাদতের মুখে হাসি, উদযাপনে স্যালুট
বিসিবি নির্বাচনে সৈয়দ আশরাফুলের ‘আগ্রহ’
২০২৫-২৬ সেশনের এইচপির কোর স্কোয়াডের জন্য ২৮ ক্রিকেটারকে বেছে নিয়েছে বিসিবি। আগামীকাল ১২ জুন ক্রিকেটারদের রিপোর্ট করতে বলা হয়েছে। শুরুতে ১৩-১৫ জুন পর্যন্ত তাদের স্ক্রিনিং টেস্ট হবে। পরদিন তারা চট্টগ্রাম যাবেন।
১৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত প্রথম পর্বের ট্রেনিং ক্যাম্প হবে চট্টগ্রামে। ১৫ জুলাই ক্রিকেটাররা রাজশাহী সফরে যাবেন। ১৬ থেকে ১৩ আগস্ট পর্যন্ত রাজশাহীতে চলবে দ্বিতীয় পর্বের ট্রেনিং ক্যাম্প।
এইচপি কোর স্কোয়াড ২০২৪-২৬:
টপ অর্ডার:
মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, ইফতেখার ইফতি, আশিকুর রহমান শিবলি, হাবিবুর রহমান সোহান, আইচ মোল্লা।
মিডল অর্ডার:
আরিফুল ইসলাম, প্রীতম কুমার ও আহরার আমিন।
স্পিন অলরাউন্ডার:
রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বী, আশরাফুল হাসান, ওয়াসি সিদ্দিকী।
পেস অলরাউন্ডার:
তোফায়েল আহমেদ, চৌধুরী রেজওয়ান, আহমেদ শরিফ ও আব্দুল্লাহ আল মামুন।
স্পিনার:
নাঈম আহমেদ, নুহায়েল সানদিদ, স্বাধীন ইসলা, নাঈম হোসেন সাকিব।
পেসার:
রিপন মন্ডল, মারুফ মৃধা, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান পায়েল ও আব্দুল গাফ্ফার।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা
টানা খেলার ধকল কাটাতে জাতীয় দল এখন বিশ্রামে। ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। তবে দুই দল মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটারের অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় ক্রিকেটারদের মধ্যেও হতাশা কাজ করছে।
১০ জুন প্রধান কোচ ডেভিড হেম্পের তত্ত্বাবধানে চট্টগ্রামে ক্যাম্প শুরু করে এইচপি। চট্টগ্রাম থেকে একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৪৭ দিনে সব মিলিয়ে মাত্র ১১ থেকে ১২ দিন মূল মাঠে অনুশীলন করা গেছে। অন্য সময় ভাগে ভাগে স্কিল অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ হয়েছে ইনডোরে। তবে ইনডোরে টার্ফ বসানোর কাজ চলায় সেখানেও বিরতি দিতে হয়েছে।
আরও পড়ুনবিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’২৪ জুলাই ২০২৫হাই পারফরম্যান্স দলের ম্যানেজার জুনায়েদ চৌধুরীর দাবি অবশ্য ভিন্ন। তিনি বলেছেন, তাঁরা ২৪-২৫ দিন মূল মাঠে অনুশীলন করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এইচপির একাধিক ক্রিকেটার প্রথম আলোকে জানিয়েছেন, বৃষ্টির কারণে তাঁরা বেশির ভাগ দিনই অনুশীলন করতে পারেননি। জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করতে এটি তাঁদের জন্য বড় সুযোগ। কিন্তু টানা বৃষ্টিতে অুশীলন করতে না পারায় তাঁদের মধ্যে হতাশা কাজ করছে।
প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রামে এইচপি দলকে ঠিকমতো অনুশীলন করতে দেয়নি