শ্রীলঙ্কার বিপক্ষে ১৭ জুন থেকে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সফর দিয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে নাজমুল শান্তদের। শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে অধিনায়ক শান্ত জানালেন, নতুন চক্রে ঘরের মাঠে জয়ের পথ বের করতে হবে তাদের। টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ-ছয়ে শেষ করতে পারলে সফলতা হিসেবে দেখবেন তিনি।

গত টেস্ট চ্যাম্পিয়নশিপে চক্রে সাতে শেষ করেছে বাংলাদেশ। চার টেস্টে জয় পেয়েছিলেন শান্তরা। তিনটিই ছিল বিদেশের মাটিতে। শ্রীলঙ্কা সিরিজে যা দলকে আত্মবিশ্বাস দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি, ‘আমরা ঘরে আসলেই খারাপ খেলেছি। দেশে আমাদের বেশি ম্যাচ জিততে হতো। বিদেশে ভালো খেলা আমাদের আত্মবিশ্বাসী করেছে। ঘর ও বাহিরে ফলাফলে সমন্বয় আনতে পারলে ভালো টেস্ট চ্যাম্পিয়নশিপ কাটতে পারে।’

সেই ভালো টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র মানে যে ফাইনাল নয় সেটাও বলতে ভোলেননি শান্ত। তার মতে, এবার চার-পাঁচে শেষ করতে পারা হবে খুবই ভালো। ছয়ে শেষ করতে পারলেও সেটাকে ভালো হিসেবেই দেখবেন তিনি, ‘এবার আমাদের লক্ষ্য চার, পাঁচ বা ছয়ে শেষ করা। এটা করতে পারলেই ভালো বলতে হবে। গত চক্রে সম্ভবত আমাদের জয়ের হার ছিল ৪৫ শতাংশ। এবার ৫০, ৫৫ বা ৬০ এ নিতে হবে।’

শ্রীলঙ্কার মাটিতেও বাংলাদেশের ভালো কিছু স্মৃতি আছে। শান্ত নিজেই যেমন দেশের শততম টেস্টে শ্রীলঙ্কার মাটিতে জয় পাওয়ার স্মৃতি স্মরণ করান। প্রতিপক্ষ শ্রীলঙ্কার হওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপ যাত্রা দারুণভাবে শুরু করা সম্ভব বলে মনে করেন তিনি, ‘গত চক্রে চারটি টেস্ট জেতায় আমরা দল হিসেবে এবার আরও আত্মবিশ্বাসী। শ্রীলঙ্কা শক্তিশালী দল। তাদের বিপক্ষে এই আত্মবিশ্বাস দরকার আমাদের। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এই চক্রে দারুণ শুরু হতে পারে।’

দল নিয়েও খুশি বাংলাদেশ অধিনায়ক শান্ত। তবে ওপেনিং জুটি নিয়ে আছে দুশ্চিন্তা। দলের বড় অস্বস্তির নাম টপ অর্ডারে ভালো রান না আসা। সমন্বয়ের প্রয়োজনে শান্ত ওপেনিং করতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন, ‘টেস্ট দল নিয়ে আমি খুশি। দলে যাদের দেখতে চেয়েছিলাম, তাদের পেয়েছি। ওপেনিংয়ে হাতে অপশন কম, এর বাইরে প্রথম টেস্ট শুরু হলে বুঝতে পারবেন আমরা কীভাবে ভাবছি। আমাদের টেস্টের প্রথম ইনিংসে ভালো খেলতে হবে।’ 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ট স ট চ য ম প য়নশ প শ ষ কর আম দ র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ