ফেনীর সদর উপজেলায় নিখোঁজ হওয়ার এক দিন পর জোবায়ের রাবিন (১০) নামের এক স্কুলছাত্রের মরদেহ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র। সে নগরকান্দা গ্রামের মোহাম্মদ ওমরের ছেলে। ছুটিতে যমজ ভাই জারের রামিনের সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিল সে। দুই ভাই একই শ্রেণিতে পড়ে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে জোবায়ের বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর সন্ধ্যায় ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ সকালে বাড়ির পাশের একটি ডোবার পানিতে ভেসে থাকতে দেখা যায় জোবায়েরের মরদেহ। পাশেই ছিল তার সাইকেল ও স্যান্ডেল। তার মুখে ফেনা ও রক্তের দাগ ছিল বলে জানিয়েছে পরিবার।

নিহত জোবায়েরের বাবা মোহাম্মদ ওমর প্রথম আলোকে বলেন, ‘আমার দুই ছেলে সাঁতার জানে। অল্প পানির ডোবায় জোবায়ের ডুবে যেতে পারে না। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি। দ্রুত দোষী ব্যক্তিদের গ্রেপ্তার চাই।’

খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এটি হত্যা, না দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। সাইকেল চালানোর সময় পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: তদন ত মরদ হ

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ