ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, ‘ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। তেলের মূল্য বৃদ্ধি পেলে তার প্রভাব সবার ওপর পড়বে। তৈরি পোশাকশিল্পও বাদ যাবে না। এ অবস্থায় তৈরি পোশাকশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে আমাদের অনেকগুলো কাজ করতে হবে।’

রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আজ সোমবার বিকেলে সংগঠনটির ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন সভাপতি মাহমুদ হাসান খান। রাইজিং গ্রুপের এই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিজিএমইএর ২২তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে মাহমুদ হাসান খানের নেতৃত্বাধীন ফোরামের প্যানেল ৩৫ পদের ৩১টিতে জয়ী হয়।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘নতুন পরিচালনা পর্ষদের অন্যতম লক্ষ্য হচ্ছে কার্যকর ও জবাবদিহিমূলক বিজিএমইএ গড়ে তোলা। এই পর্ষদ একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করবে। যেখানে সদস্যদের আবেদন, অভিযোগ ও তথ্য জমা দেওয়া যাবে। আমরা সব সময় ব্যবসার খরচ কমানোর কথা বলি। বিজিএমইএর সদস্যদের যাবতীয় সেবা-মাশুল পয়লা জুলাই থেকে ২৫ শতাংশ কমানো হবে।’

মাহমুদ হাসান খান আরও বলেন, ‘নির্বাচনের আগে আমরা ফোরাম, সম্মিলিত পরিষদ বা ঐক্য পরিষদ ছিলাম। নির্বাচনের পর আমরা এখন সবাই বিজিএমইএ পরিবার। এখান আর ফোরাম নেই, সম্মিলিত পরিষদ নেই, সবাই তৈরি পোশাকশিল্প পরিবার। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।’

বিজিএমইএর প্রশাসক মো.

আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় নতুন পর্ষদের প্রথম সহসভাপতি সেলিম রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহসভাপতি ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী এবং পরিচালকেরা উপস্থিত ছিলেন।

নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, কাজী মনিরুজ্জামান, এস এম ফজলুল হক, রুবানা হক, ফারুক হাসান, খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভার শেষে সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক আবুল কালাম এবং ঐক্য পরিষদের পক্ষ থেকে রোমো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নতুন পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব জ এমইএর ব জ এমইএ

এছাড়াও পড়ুন:

মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে  চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রত্বের ভুয়া পরিচয় দেন সভাপতি, কমিটি ঘোষণার দিন শর্ট কোর্সে ভর্তি হন সম্পাদক
  • তিন বাহিনীর প্রধান ও দুই গোয়েন্দাপ্রধান নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব ঐকমত্য কমিশনের
  • ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, নিয়মিত ছাত্রত্ব নেই সভাপতি ও সম্পাদকের
  • মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার
  • প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ