Samakal:
2025-09-18@01:42:18 GMT
আইআরজিসির শীর্ষ কমান্ডার ও ‘খামেনির ঘনিষ্ঠজন’ সাদমানিকে হত্যার দাবি ইসরায়েলের
Published: 17th, June 2025 GMT
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এর খাতাম আল–আনবিয়া সদর দপ্তরের প্রধান আলি সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আল জাজিরা
খাতাম আল–আনিবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা।
ইসরায়েল সাদমানিকে “ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার” এবং “সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সবচেয়ে ঘনিষ্ঠজন” হিসেবে উল্লেখ করেছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
এর আগে গত শুক্রবার ইসরায়েল খাতাম আল-আনবিয়ার তৎকালীন প্রধান গোলাম আলি রাশিদকে হত্যা করে। তার মৃত্যুর পরই আলি সাদমানিকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল স দম ন ক ইসর য় ল
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল