ত্রাণ সংগ্রহকারীদের ওপর ইসরায়েলি হামলায় নিহত ৫১ ফিলিস্তিনি
Published: 17th, June 2025 GMT
ত্রাণ সংগ্রহ করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে দুই শতাধিক। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় একটি হাসপাতাল এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে জনতার উপর গুলি চালানোর আগে ইসরায়েলি বাহিনী কাছের একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
সাম্প্রতিক দিনগুলোতে গাজায় ইসরায়েলি হামলা হামাসের পরিবর্তে ত্রাণ সংগ্রহকারীদের ওপর হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের পূর্ব দিকে একটি সংযোগস্থলের কাছে গুলিবর্ষণ এবং গোলাবর্ষণ করেছে। সেখানে হাজার হাজার ফিলিস্তিনি বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ত্রান বিতরণ কেন্দ্র থেকে আটা পাওয়ার আশায় জড়ো হয়েছিল।
স্থানীয় একজন সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি ড্রোন দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর কিছুক্ষণ পরেই ভিড় থেকে ৪০০ থেকে ৫০০ মিটার দূরে অবস্থিত একটি ইসরায়েলি ট্যাঙ্ক থেকে একটি গোলাবর্ষণ হয়েছে। বিস্ফোরণে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, ইসরায়েলি ড্রোন নাগরিকদের উপর গুলি চালিয়েছে। কয়েক মিনিট পরে, ইসরায়েলি ট্যাঙ্ক নাগরিকদের উপর বেশ কয়েকটি গোলা নিক্ষেপ করে, যার ফলে বিপুল সংখ্যক শহীদ এবং আহত হয়।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা