টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম পাঁচ জুটির চারটিতেই জুড়ে আছে মুশফিকুর রহিমের নাম। গল টেস্টে প্রথম দিন এবার নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েন অপরাজিত ২৪৭ রানের জুটি। ৪৪৩ বলে মুশফিক-শান্ত এই রান যোগ করেন।

৪৫ রানে তিন উইকেট হারানোর পর দুজনের পথচলা শুরু হয়। দিন শেষে মুশফিক ১০৫ ও শান্ত ১৩৬ রানে অপরাজিত আছেন। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান। 

চতুর্থ উইকেটে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। প্রথমটিতেও আছে মুশফিকের নাম। মুমিনুল হককে সঙ্গে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন ২৬৬ রান। মুশফিক নিজের রেকর্ড জুটি ভাঙার সামনে দাঁড়িয়ে আছেন দিন শেষে। 

আরো পড়ুন:

শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে গলে বাংলাদেশের হাসি

তিন-তিনটি সুপার ওভারের এক বিরল ও শ্বাসরুদ্ধকর ম্যাচ

গলে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। এর আগে মোহাম্মদ আশরাফুলকে সঙ্গে নিয়ে যোগ করেন ২৬৭ রান। শান্ত-মুশফিকের জুটি থেকে মাত্র ২১ রান এলেই ভেঙে যাবে মুশফিক-আশরাফুলের জুটি। 

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এসেছে মুশফিক-সাকিব আল হসানের ব্যাট থেকে। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে দুজনে পঞ্চম উইকেটে ৩৫৯ রান যোগ করেন। সাকিব ২১৭ ও মুশফিক ১৫৯ রান করেছিলেন। 

সর্বোচ্চ এই রানের জুটি থেকে মুশফিক-শান্ত ১১২ রান দূরে আছেন। দুজনে যেভাবে ব্যাট করছেন সেটি পার করাও অসম্ভব কিছু নয়। হবে কি না বলে দেবে সময়।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ