সরকারি প্রকল্পের কনসালটেন্সি ফি পাঠাতে নতুন নির্দেশনা
Published: 18th, June 2025 GMT
সরকারি প্রকল্পের কনসালটেন্সি ফি, ম্যানেজমেন্ট ফিসহ অন্যান্য সেবা খাতের ফি হিসেবে বিদেশে রেমিট্যান্স পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা জারি করেছে। এসব ফি পাঠাতে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে।
বুধবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে কনসালটেন্সি ফি, ম্যানেজমেন্ট ফি ও অন্যান্য সেবা খাতে টাকা পাঠানোর (আউটওয়ার্ড রেমিট্যান্স) সাধারণ অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে বেশকিছু নির্দেশনাও মেনে চলতে বলা হয়েছে।
আরো পড়ুন:
বিদেশি গণমাধ্যমে বিজ্ঞাপন বিল পাঠাতে নতুন নির্দেশনা
দেশে ১৪ দিনে এল ১১৪ কোটি ডলার রেমিট্যান্স
এর মধ্যে প্রকল্পটি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত ও অর্থায়নসহ চূড়ান্ত স্বীকৃতি থাকতে হবে, বিদেশি প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে চুক্তি বাধ্যতামূলক, রেমিট্যান্সের জন্য বিদেশি প্রতিষ্ঠানের চালান এবং প্রকল্প কর্তৃপক্ষের ‘সেবা প্রাপ্তির সনদ’ জমা দিতে হবে। মূল চালানের ওপর প্রযোজ্য উৎসে কর, ভ্যাটসহ সব কর আদায় করতে হবে।
শুধু প্রকল্প কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত ব্যাংকের অথরাইজড শাখায় এই রেমিট্যান্স পাঠানো যাবে। টাকা পাঠানোর আগে মনোনীত শাখা থেকে বাংলাদেশ ব্যাংককে অবহিত করবে। রয়্যালটি, টেকনিক্যাল নলেজ, টেকনিক্যাল অ্যাসিটেন্স এবং ফ্র্যাঞ্চাইজি ফি পাঠাতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গাইডলাইন মেনে চলতে হবে।
বিদেশি মুদ্রা পাঠাতে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর ধারা ৩(৪) অনুযায়ী কার্যক্রম পরিচালনা, কেওয়াইসি বিধিমালা অনুসরণ এবং বাংলাদেশ ব্যাংকে সময়মতো প্রতিবেদন দাখিল ও দলিল বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনার ফলে সরকারের মেগা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক অংশীদারিত্বের কাজে অর্থ প্রবাহ ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা/এনএফ/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রকল প সরক র
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট