বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাইসাইকেল ফ্যাক্টরির শ্রমিকের মৃত্যু
Published: 24th, June 2025 GMT
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আরএফএল’র বাইসাইকেল ফ্যাক্টরির শ্রমিক মো. সোহাগ আহমেদ (৩০)।
তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের নুর আলীর ছেলে।
সোমবার (২৩ জুন) রাতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, ‘‘রবিবার রাতে ফ্যাক্টরিতে কাজ করার সময় সোহাগ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় প্রাণ-আরএফএল কোম্পানির নিজস্ব সান্ হেলথ কেয়ার হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা অবনিত হওয়ায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’
এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঢাকা/মামুন/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা