ক্লাব বিশ্বকাপে জমে উঠেছে শেষ আটের লড়াই। আর সেই উত্তাপে নতুন মাত্রা যোগ করল বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটি ২-১ গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব মন্টেরেইকে। ফলে কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের।

মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই ডর্টমুন্ডের খেলার ধরন ছিল চেনা আগ্রাসী। বল দখল থেকে শুরু করে আক্রমণের গতি, সব ক্ষেত্রেই তারা প্রাধান্য বিস্তার করে। সেই আক্রমণের ফল আসে ১৪ মিনিটেই। কারিম আদেয়েমীর পাস থেকে নিখুঁত ফিনিশে গোল করেন সেরহো গিরাসি।

দশ মিনিট না পেরোতেই আবারও একই জুটি। আদেয়েমীর দারুণ আরেকটি অ্যাসিস্ট থেকে দ্বিতীয়বারের মতো জাল খুঁজে নেন গিনির এই স্ট্রাইকার। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা ডর্টমুন্ড যেন নিশ্চিত করে নেয় ম্যাচের নিয়ন্ত্রণ।

আরো পড়ুন:

শেষ নৃত্যের অপেক্ষায় থাকা নেইমার ২০২৬ বিশ্বকাপ নিয়ে যা জানালেন

ম্যানসিটিকে থামিয়ে বিশ্বমঞ্চে সৌদি বিস্ময়, গার্দিওলার কণ্ঠে হতাশা

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মন্টেরেই। মাত্র তিন মিনিটের মাথায়, (৪৮ মি.

) জার্মান বার্টেরেম এক গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনেন। এরপর আরও একবার বল জালে পাঠিয়েছিল মেক্সিকান ক্লাবটি। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

শেষ সময়ে রোমাঞ্চ ছড়ান অভিজ্ঞ সার্জিও রামোস। তার হেড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। আর একটু বাঁক খেলেই হয়তো ম্যাচে সমতা ফিরত। কিন্তু শেষ বাঁশির আগ পর্যন্ত আর গোলের দেখা পায়নি মন্টেরেই। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ডর্টমুন্ড।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল মন ট র ই

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ