‘পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই’
Published: 5th, July 2025 GMT
“পুরনো খেলায় নতুন কোন প্লেয়ার হতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলে দিতে এসেছি” বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পঞ্চম দিন শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়ার সাতমাথার মুক্তমঞ্চে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “গণঅভ্যুত্থানের পর আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে। নতুন সিস্টেম লাগবে, নতুন আইন কানুন লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করবো না। আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসি নাই। আমরা খেলার নিয়ম বদলে দিতে এসেছি। খেলার নিয়ম বদলাতে হবে, রাজনীতির নিয়ম বদলাতে হবে। ভালো ও গ্রহণযোগ্য মানুষদের, যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য। বগুড়ার হাল ধরার জন্য।”
নাহিদ ইসলাম বলেন, “এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলায় ছড়িয়ে যাচ্ছে। গ্রাম থেকে গ্রামাঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। নতুন দল এসেছে। নতুন নেতৃত্ব এসেছে। আপনাদের সামনে বিকল্প এসেছে। যেই বিকল্পের খোঁজে আপনারা গত ৫৪ বছর ধরে ছিলেন সেই বিকল্প দল আপনাদের সামনে হাজির হয়েছে। সবাইকে জানিয়ে দিন, এই বগুড়াতে, এই বাংলাদেশে দল কেবল একটি নয়, দুটি নয়। নতুন দল এসেছে, জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে।”
তিনি আরো বলেন, “এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল। এই পুণ্ড্রনগর থেকে সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকা সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে। নাগরিকরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বলতে চাই, নাগরিকদের সুষম সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।”
২৪ এর গণঅভ্যুত্থানের পর প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ অবস্থান নিশ্চিতের দাবি জানিয়ে আসার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “যদি কেউ সেই পুরোনো কায়দায় দলবাজ প্রশাসকের মত আচরণ করে তাদেরও পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিবাদদের মত। কোনো দলবাজ প্রশাসক কিংবা দলবাজ পুলিশকে ছাড় দেওয়া হবে না। বগুড়ার প্রশাসক, বগুড়ার পুলিশ, আইন-আদালত নিরপেক্ষ আচরণ করতে হবে। কোনো দলের পক্ষে থাকা যাবে না।”
এনসিপির এই শীর্ষনেতা বলেন, “আমরা স্মরণ করছি এই বগুড়ায় যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলো, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে। আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইয়েরা এখনও ভালো চিকিৎসা পায়নি। এটা হতে পারে না। গণঅভ্যুত্থানের এক বছর পূরণ হয়েছে অনতিবিলম্বে আমাদের আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করুন। শহীদ পরিবারদের পাশে দাঁড়ান। তাদের মর্যাদা দিন।”
নাহিদ আরো বলেন, “জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবাহানা চলছে। আমরা এই বগুড়া থেকে স্পষ্টভাবে বলতে চাই জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণা পত্রের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হবে। জুলাই-আগস্ট আর আহতদের যারা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের পাহারাদার। জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য। জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ বিরচিত হবে।”
এ পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.
এর আগে আজ শনিবার সকাল ১০টায় বগুড়া শহরের পর্যটন হোটেলে গণঅভ্যুত্থানে বগুড়ায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
ঢাকা/এনাম/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গণঅভ য ত থ ন ন হ দ ইসল ম আপন দ র র জন ত র র জন
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫