দেশের কল্যানে ঐক্যবদ্ধ হাওয়ার কোন বিকল্প নেই : মাও. জব্বার
Published: 5th, July 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার বলেন, দেশ গড়তে সকল শ্রেনী পেশার মানূষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই।
পেশাভিত্তিক সততা ও দক্ষতার দিক থেকে যদি নিজেদের কে সর্বাবস্থায় সৎ মানুষ তৈরী করতে পারি তাহলে দূর্নীতি ও দু:শাসন থেকে মানুষ মুক্তি পাবে, সেক্ষেত্রে সকল শ্রেনী পেশার মানুষ দেশের কল্যানে ঐক্যবদ্ধ হাওয়ার কোন বিকল্প নেই।
নারায়ণগঞ্জ মহানগরী পেশাজীবী সংগঠনের উদ্যেেেগ দায়িত্বশীল সমাবেশে মত বিনিময়কালে প্রধান অতিখির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ চাষাঢ়া, আন-নূর মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মাওলানা মুহাম্মদ আবদুুল জব্বার ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, ব্যাবসায়ী, শ্রমজীবী, সাংস্কৃতি, ব্যাংকার্সসহ বিভিন্ন শ্রেনী পেশার দায়িত্বশীলদের সাথে মত বিনিময় করেন।
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্ম পরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা সাইফুূদ্দিন মনির, ন্যাশনাল ডক্টর ফোরামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা: আলী আশরাফ খান, ইঞ্জিনিয়ার্স ফোরামের আবদুুল হাই সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলোনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ভূইগর সোনালী সংসদ খেলার মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইঘর বাসস্যান্ডে এসে শেষ হয়।
এসময় মেহেদি হাসান দোলোন আওয়ামী লীগের সংশ্লিষ্ট দুর্নীতিগ্রস্ত নেতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ছাত্রদল সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। যারা ভূমিদস্যুতা ও মাদকের পেছনে আছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
আজকের এই সমাবেশ আয়োজন করা হয়েছে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, নব্য বিএনপি বিরুদ্ধে ও আওয়ামীলীগের গ্রেপ্তারের দাবিতে। ৫ আগষ্ট আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনো আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ পাইনি। তারা বিভিন্নভাবে বিভিন্ন দলে মিশে গেছে। আমরা প্রশাসনের কাছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তারে দাবি জানাই।