ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়ব: নাহিদ ইসলাম
Published: 5th, July 2025 GMT
প্রতিবাদ জারি না রাখলে নতুন করে স্বৈরাচার জন্ম নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ থেকে স্বৈরাচার পালালেও ফ্যাসিবাদী ব্যবস্থা রয়ে গেছে। এ ব্যবস্থাকে চিরতরে বিদায় জানিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিন শনিবার রাতে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘যে স্বপ্ন নিয়ে তরুণরা রাজপথে নেমেছিল, যে স্বপ্ন নিয়ে আপনাদের সন্তানরা আন্দোলন করেছিল, স্বৈরাচার ব্যবস্থার অবসান ঘটিয়ে সে স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে।’
নাহিদ বলেন, ‘জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই সনদ, গণহত্যার বিচার ও নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। জুলাই-আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে, যা হবে হাজারো শহীদের আত্মত্যাগের সাংবিধানিক ভিত্তি।’
নওগাঁর কৃষকদের দুর্দশা তুলে ধরে তিনি বলেন, ‘জেলার কৃষকরা অবহেলিত। তারা ফসলের ন্যায্যমূল্য পান না। আমরা তাদের জন্য কাজ করতে চাই।’
জয়পুরহাট প্রতিনিধি জানান, শহরের শহীদ ডা.
সার্কিট হাউজ এলাকা থেকে পদযাত্রা শহরের প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় উৎসুক জনতা ভিড় করেন। এনসিপির নেতারা হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান।
বগুড়া ব্যুরো জানায়, শহরের সরকারি পলিটেকনিক থেকে পদযাত্রা সাতমাথায় গিয়ে পথসভা করে। এতে নাহিদ ইসলাম বলেন, বাংলার মাটিতে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও যেসব পুলিশ গুলি চালিয়ে আমাদের ভাইদের মেরেছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন হবে। সরকারে যারাই আসুক না কেন, এ বিচার করতেই হবে।
জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের পরিবারের যে ক্ষতি হয়েছে, পৃথিবীর যা কিছুই দেওয়া হোক, সে ক্ষতিপূরণ সম্ভব নয়।
পথসভার আগে বগুড়ায় পর্যটন মোটেলে এনসিপির নেতারা জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘বিচার, সংস্কার ও রাষ্ট্র গঠন– তিন লক্ষ্য সামনে রেখে আমরা জুলাই পদযাত্রা করছি।’ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা জুলাই ও বিপ্লবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন।’
জেলাগুলোর পথসভায় বক্তৃতা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ছাড়াও এনসিপির জেলা-উপজেলা পর্যায়ের নেতারা।
পদযাত্রার জন্য প্রস্তুত রাজশাহী
রাজশাহী ব্যুরো জানায়, পদযাত্রা কর্মসূচি পালনের আগের দিন শনিবার সাহেববাজার সংলগ্ন এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী জানান, রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু পদযাত্রা ষষ্ঠ দিনে রোববার রাজশাহীতে আসবে। সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা।
দুপুরে গোদাগাড়ীতে প্রথম পথসভা হবে। এর পর বিকেলে নগরীর রেলগেট-নিউমার্কেট-রানীবাজার-সাগরপাড়া-আলুপট্টি-সাহেববাজার-রাজশাহী কলেজ-সিটি কলেজ-বাটার মোড় রয়েল রাজ-গনকপাড়া হয়ে রাজশাহী জিরো পয়েন্টে পথসভা করবে। সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কাটাখালিতে পথসভা এবং শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় রয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন হ দ ইসল ম ন হ দ ইসল ম পর ব র র পদয ত র এনস প র ব যবস থ র পর ব শহর র
এছাড়াও পড়ুন:
ফ্যাসিষ্টদের ফ্যাসিজমের কার্যক্রমে জিরো টলারেন্স ঘোষনা করা হলো : প্রিন্সিপাল ড. ইকবাল
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, নারায়ণগঞ্জ -৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া বলেন- ফ্যাসিষ্টদের আর কোন কার্যক্রম করতে দেওয়া হবে না। ফ্যাসিষ্টদের ফ্যাসিজমের কার্ক্রমে জিরো টলারেন্স ঘোষনা করা হলো।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে সনমান্দী ইউনিয়ন জামায়াত আয়োজিত গণসংযোগ ও পথসভায় তিনি এ বলেন। শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে দড়িকান্দি বাসস্ট্যান্ডে এ পথসভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, সোনারগাঁয়ে কোন প্রকার চাঁদাবাজি থাকবে না। কেউ যদি অন্যায় অত্যাচার করতে চায় আর কাউকে অন্যায় করার সুযোগ দেওয়া হবেনা। জামায়াত ও শিবিরের কর্মীদের গায়ে যদি হাত তোলা হয়, তাহলে ঐ হাত কিন্তু আর হাতের জায়গায় থাকবেনা।
এ সময় থানা আমির মাহবুবুর রহমানের সভাপতিত্বে গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ দক্ষিন শাখার আমীর মো. মাহবুবুর রহমান, সোনারগাঁ দক্ষিন শাখার সেক্রেটারী মো. আসাদুল ইসলাম, সনমানদী ইউনিয়নের আমীর মাওলানা মোমিনুল ইসলাম ও সেক্রেটারী মাওলানা বেলাল শাহ সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা।