ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর (কান্দিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তিরা হলেন- সৌদি আরব প্রবাসী গোলাম মোস্তফা (৪৫) ও তার ছেলে নাঈম মিয়া (৫)। মোস্তফা আবদুল্লাহপুর গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে। প্রায় চার মাস আগে ছুটিতে বাড়িতে আসেন মোস্তফা।

মোস্তফার পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশেই ধানের বীজ রোপণ করতে যান মোস্তফা। এ সময় ছেলে নাঈম তার সঙ্গে ছিল। এ সময় হালকা বৃষ্টি শুরু হলে বাবা-ছেলে দুজনেই জমির পাশে একটি গাছের নিচে আশ্রয় নেয়। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া পথে মৃত্যু হয় নাঈমের।  

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ময়মনস হ

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ