ঘুরে দাঁড়িয়ে হ্যাটট্রিকের পথে আরেক ধাপ এগোলেন আলকারাজ
Published: 7th, July 2025 GMT
উইম্বলডনে শিরোপা ধরে রাখার অভিযানে থাকা কার্লোস আলকারাজ নড়বড়ে শুরুর পর দারুণ এক জয় পেয়েছেন। গত রাতে রাশিয়ান টেনিস আন্দ্রেই রুবলেভের বিপক্ষে প্রথম সেটে হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন ছেলেদের বিশ্ব র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা আলকারাজ। ৩–১ সেটে জেতা এই স্প্যানিশের সঙ্গে শেষ তিন সেটে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেননি রুবলেভ। যদিও ১৪ নম্বর বাছাই রুবেলভের শুরুটা আশা জাগানিয়া ছিল।
লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে প্রথম সেটে আলকারাজের সঙ্গে লড়াই জমিয়ে তুলে টাইব্রেকারে নিয়ে যান রুবলেভ। এমনকি শেষ পর্যন্ত এই সেটটি ৭–৬ (৭/৫) গেমে জিতে নেন।
প্রথম সেটে হারার পর রুবলেভকে আর আর কোনো সুযোগ দেননি আলকারাজ। পরের তিন সেট ৬–৩, ৬–৪ এবং ৬–৪ গেমে জেতেন। আগামীকাল কোয়ার্টার ফাইনালে আলাকাজের প্রতিপক্ষ ব্রিটেনের ক্যামেরন নোরি। ২০২২ সালে উইম্বলডনে সেমিফাইনালে খেলা নোরি কাল চতুর্থ রাউন্ডের ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর চিলির নিকোলাস জারিকে হারিয়েছেন ৩–২ সেটে।
আরও পড়ুনঅঘটন এড়িয়ে তৃতীয় রাউন্ডে আলকারাজ ও সাবালেঙ্কা০২ জুলাই ২০২৫গত রাতের জয়ে একটি মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছেন আলকারাজ। এবারের উইম্বলডন জিতলে উন্মুক্ত যুগে পুরুষ এককে পঞ্চম খেলোয়াড় হিসেবে টানা তিন গ্র্যান্ড স্লাম জিতবেন তিনি।
জয়ের পর সাবালেঙ্কা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আলক র জ
এছাড়াও পড়ুন:
উইম্বলডনের অঘটনের মিছিলে এবার কিস
শেষ পর্যন্ত যাঁরাই চ্যাম্পিয়ন হোন, এবারের উইম্বলডনকে টেনিসপ্রেমীরা ‘অঘটনের উইম্বলডন’ হিসেবে মনে রাখবেন।
বছরের তৃতীয় এই গ্র্যান্ড স্লামে ছেলেদের এককে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েছেন দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরেভ। ছেলেদের শীর্ষ ১০ বাছাই খেলোয়াড়ের মধ্যে পাঁচজনই হেরে বিদায় নিয়েছেন। মেয়েদের এককে অঘটন ঘটেছে আরও বেশি। কোকো গফ, জেসিকা পেগুলা, জেসমিন পাওলিনি ও ঝেং কিনওয়েন এরই মধ্যে বিদায় নিয়েছেন। ব্যর্থতার সে তালিকায় এবার যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের তারকা ম্যাডিসন কিস।
আরও পড়ুনউইম্বলডনে কেন ‘ভূমিকম্প’১ ঘণ্টা আগেউইম্বলডনে আজ তৃতীয় রাউন্ডে র্যাঙ্কিংয়ে ১০৪তম জার্মানির লরা সিগামুন্ডের কাছে ৬–৩, ৬–৩ গেমে হেরেছেন ষষ্ঠ বাছাই ও র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা কিস। মেয়েদের এককে বাছাইয়ে শীর্ষ ছয় খেলোয়াড়ের মধ্যে এখন শুধু র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় আরিনা সাবালেঙ্কাই টিকে রইলেন। ছেলেদের এককে টিকে আছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ এবং র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে থাকা ইয়ানিক সিনার।
জয়ের পর লরা সিগামুন্ডের উদ্যাপন