উইম্বলডনে আরেকটি কঠিন পরীক্ষার মুখে পড়েও শেষ আটে জায়গা করে নিলেন কার্লোস আলকারেজ। রাশিয়ার ১৪তম বাছাই আন্দ্রেই রুবলেভের বিপক্ষে প্রথম সেট হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন এই স্প্যানিশ তারকা। তাতে টানা তৃতীয় শিরোপার পথেই আছেন তিনি।
ম্যাচের শুরুতে টাইব্রেকারে ৬-৭ (৫-৭) গেমে পিছিয়ে পড়েন আলকারেজ। তবে এরপরই নিজের ছন্দে ফেরেন। পরের তিনটি সেট জিতেছেন ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে। শেষ আটে তার প্রতিপক্ষ ইংলিশ তারকা ক্যামেরন নরি।
ম্যাচ শেষে আলকারেজ বলেন, ‘রুবলেভের বিপক্ষে আমি খুব বুদ্ধিমত্তার সঙ্গে খেলেছি। ওর বিপক্ষে খেলা কখনোই সহজ নয়।’
কঠিন পরিস্থিতিতেও আত্মবিশ্বাস না হারানোই নিজের মূল শক্তি হিসেবে দেখছেন তিনি। আলকারেজ বলেন, ‘টেনিস এমন খেলা যেখানে একটা পয়েন্টেই সব বদলে যেতে পারে। তাই আমি সবসময় দৃঢ় থাকার চেষ্টা করি। জানতাম, ধৈর্য ধরে খেললে ফল আসবেই।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: আলক র জ
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা