বীর মুক্তিযোদ্ধা মরহুম কামাল হোসেন এর পরিবারের খোঁজখবর নিলে মামু
Published: 7th, July 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম কামাল হোসেন এর পরিবারের সদস্যদের সদস্য পদ নবায়ন ও খোঁজখবর নিতে সোমবার বিকেলে তাঁর সিদ্ধিরগঞ্জের বাসভবনে যান জেলা বিএনপি'র আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এ সময় মরহুমের স্ত্রী জেলা মহিলা দলের সাবেক সভাপতি মোসলেহা কামাল ও তার ছেলে মাজহারুল ইসলাম অধ্যাপক মামুন মাহমুদকে স্বাগত জানান।
মোসলেহা কামাল জানান, অধ্যাপক মামুন মাহমুদের এধরনের সৌজন্যতায় আনন্দিত এবং সম্মানিত হয়েছেন তারা।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দলের প্রতিটি নেতাকর্মীর সম্মান এবং মর্যাদা রক্ষায় নানা ভাবে কাজ করে যাচ্ছেন।
তারেক রহমানের প্রেরণায়ই বিএনপি'র জন্য যাদের ত্যাগ ছিল তাদের সম্মান জানানোর তাগিদ থেকে আমরা তাদের বাসায় ছুটে যাচ্ছি। তাদের খোঁজখবর নিচ্ছি এবং এই ধারা অব্যাহত থাকবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় উৎসাহিত করতে বন্দরের দুটি স্কুলে ডিসি
নারায়ণগঞ্জের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় উৎসাহিত করতে দুটি স্কুল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলার ২১নং কুড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় ঘুরে দেখেন তিনি।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং পড়াশোনায় আরও আগ্রহী হওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক তার পরিদর্শনে শিক্ষকদের সঙ্গেও কথা বলেন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক-শিক্ষার্থী উভয়কেই জোর তাগিদ দেন। তিনি বলেন, শুধু ফলাফলমুখী শিক্ষা নয়, শিক্ষার্থীদের মাঝে মানবিকতার বিকাশ ঘটানোও সমান গুরুত্বপূর্ণ।
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ বিনোদন এবং মাদকমুক্ত রাখতে জেলা প্রশাসক খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট, বল, ব্যাডমিন্টন ও দাবাসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে জেলা প্রশাসক তাদের শারীরিক সুস্থতার খোঁজখবর নেন। তিনি শিশুদের মাঝে জুস ও কেক বিতরণ করেন।
জেলা প্রশাসক জানিয়েছেন, নারায়ণগঞ্জে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ফলাফলমুখী শিক্ষার বাইরে মানবিকতার বিকাশে তিনি বদ্ধপরিকর।