কুমিল্লার মুরাদনগরে নারী নিপীড়নের ঘটনায় ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চার আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই আসামিরা নারী নির্যাতন ও ভিডিও ভাইরালকাণ্ডে সরাসরি জড়িত থাকলেও তাদের কেউই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি।

একই মামলায় গ্রেপ্তার অপর আসামি শাহ পরাণের রিমান্ড শুনানি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। তিনি ধর্ষণ মামলায় গ্রেপ্তার ফজর আলীর ছোট ভাই। আদালতের পরিদর্শক সাদেকুর রহমান মঙ্গলবার এসব তথ্য জানান।

গত বৃহস্পতিবার কুমিল্লার আমলি আদালত-১১-এর বিচারক মমিনুল হকের আদালতে চারজনের রিমান্ড চেয়ে আবেদন করেন মুরাদনগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন। আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৬ জুন ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী এখন পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, রিমান্ডে গ্রেপ্তার চারজন বেশ কিছু তথ্য দিলেও তাদের কেউই আদালতে জবানবন্দি দেননি। একই মামলায় গ্রেপ্তার অপর আসামি শাহ পরাণের রিমান্ড শুনানি বুধবার অনুষ্ঠিত হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র আস ম

এছাড়াও পড়ুন:

মুরাদনগরের মা, ছেলে ও মেয়েকে হত্যার মামলা ডিবিতে

দেশব্যাপী চাঞ্চল্যকর মুরাদনগরে মা, ছেলে ও মেয়েকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় স্থানান্তর করা হয়েছে। কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে সোমবার রাতে মামলার প্রয়োজনীয় কাগজপত্র ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন কুমিল্লা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মামলার কাগজপত্র আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা মামলার তদন্ত কাজের পাশাপাশি বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি।

এর আগে বৃহস্পতিবার সকালে মুরাদনগর উপজেলার কড়ইবাড়ী গ্রামে মাদক ব্যবসা ও একটি মোবাইল চুরির বিরোধ নিয়ে মব তৈরি করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হচ্ছেন, রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি এবং ছেলে রাসেল। এ সময় গুরুতর আহত হন রুবির মেয়ে রুমা আক্তার। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহতের মেয়ে রিক্তা আক্তার বাদী ৩৮ জনকে এজহার নামীয় এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এতে ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লালকে প্রধান আসামি করা হয়। মামলায় র‍্যাব এবং সেনাবাহিনীর অভিযানে এ পর্যন্ত  ৮ জনকে গ্রেপ্তার করেছে। আসামিরা হলেন, কড়ইবাড়ি গ্রামের বাচ্চু মিয়া (মেম্বার), রবিউল আওয়াল, আতিকুর রহমান, মো. বায়েজ মাস্টার, দুলাল, আকাশ, নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ। এদের রিমাণ্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ। এ বিষয়ে আজ আদালত আদেশ দিতে পারেন।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে। আসামিদের রিমান্ড মঞ্জুর হলে ডিবি পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। 

সম্পর্কিত নিবন্ধ

  • অবশেষে ডাক্তারি পরীক্ষা হলো মুরাদনগরের সেই নারীর
  • ১২ দিন পর নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন, রিমান্ড শেষে ৪ আসামি কারাগারে
  • মামলা ডিবিতে, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা
  • মুরাদনগরের মা, ছেলে ও মেয়েকে হত্যার মামলা ডিবিতে
  • মুরাদনগরে নারী নির্যাতন: রিমান্ড শেষে চার আসামিকে আদালতে তোলা হবে আজ
  • সমকামীতার জেরে রূপগঞ্জে পারভেজকে হত্যা , গ্রেপ্তার ২
  • ‘মূল হোতা’ গ্রেপ্তার না হওয়ায় চারদিক থেকে ‘খুনের হুমকি পাচ্ছে’ পরিবার
  • নরসিংদীতে চাঁদাবাজির অভিযোগে যুবককে গণধোলাই 
  • মুরাদনগরে রাজনৈতিক দ্বন্দ্ব থেকে সামাজিক অস্থিরতা