গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ২১ দিনের কর্মসূচি ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
Published: 9th, July 2025 GMT
জুলাই-আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ২১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচা তোপখানা রোডের সংহতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কর্মসূচি ঘোষণা করেন। গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের উপযুক্ত অন্যান্য সহযোগিতা প্রদানের জন্য দাবি জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচিতে রয়েছে ১৬ জুলাই শহীদ আবু সাঈদ ও দলের দুই শহীদ বদিউজ্জামাল ও আল রংপুরে তিন শহীদের কবরে শ্রদ্ধা জ্ঞাপনসহ সারাদেশে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও সমাবেশ; ১৮ জুলাই গণঅভ্যুত্থানের আকাংখ্যা বাস্তবায়নে শ্রমিক গণসমাবেশ; ২৫ জুলাই নারায়নগঞ্জে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারসহ গণসমাবেশ; ২ আগস্ট সকাল ১০টায় সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা এবং ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনীসহ অন্যান্য কর্মসূচি। এছাড়া গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দলের পোস্টার ও ‘ডাক দিয়ে যাই’ শীর্ষক কেন্দ্র ও জেলায় জেলায় এসব কর্মসূচি পালিত হবে।
নির্বাচন নিয়ে জনমনে আবারও শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে সাইফুল হক বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনারও নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে কোনো কথা বলতে পারেননি। তিনিও জানেন না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি নির্বাচন কমিশন এই সম্পর্কে নির্দিষ্টভাবে কথা বলবেন।
এবারের জন্য কেবল সংসদের উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান সাইফুল হক। একইসঙ্গে ফ্যাসিবাদী জমানায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার প্রক্রিয়া নির্বাচনের আগে দৃশ্যমান করার দাবি জানিয়ে তিনি বলেন, আমরা আশা করি এই জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদ সই করতে পারবো।
সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জাতীয় পরিষদ সদস্য আকবর খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গণঅভ য ত থ ন গণঅভ য ত থ ন র
এছাড়াও পড়ুন:
গণঅভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ হাসিনা নিজেই দিয়েছিলেন: নাহিদ
গণঅভ্যুত্থানে গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গায় এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘‘২০২৪-এ এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটেছিল। আপনারা দেখেছেন, বিবিসি একটি প্রতিবেদন করেছে; গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নিজেই সব গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। গুলিতে নিহত সব হত্যাকাণ্ডের জন্য খুনি হাসিনা ও আওয়ামী লীগ দায়ী।’’
তিনি বলেন, ‘‘বাংলাদেশপন্থি পথ দেখিয়ে গেছেন আবরার ফাহাদ। সেই পথেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আবরার ফাহাদ থেকে আবু সাঈদ সকল শহীদকে আমরা স্মরণ করি। তারা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিল, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়তে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি।’’
আরো পড়ুন:
‘শেখ হাসিনাই গুলির নির্দেশ দিয়েছিলেন’ অডিও যাচাই করে বলছে বিবিসি
শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে: প্রেস সচিব
ঢাকা/মামুন/রাজীব