ভোলায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করেছে তাঁরই এক প্রতিবেশী ও তার সহযোগী। নারায়ণগঞ্জে এক কিশোরী স্কুল থেকে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্তদের হুমকির মুখে এলাকা ছেড়ে গেছে তার পরিবার। কুষ্টিয়ায় সন্তানকে হত্যার ভয় দেখিয়ে মাকে ধর্ষণের ঘটনায় দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। গতকাল ওই নারীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গৃহবধূ জানান, মঙ্গলবার রাতে তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে প্রতিবেশী কামাল মাঝি ও তার এক সহযোগী সিঁধ কেটে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। বিষয়টি প্রকাশ করলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। স্বামী বাড়ির বাইরে থাকায় সকালে  গৃহবধূ তাঁর বাবার বাড়ির লোকজনকে জানান। 

হাসপাতালের চিকিৎসক তায়েবুর রহমান জানান, গৃহবধূর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহদৎ মো.

হাচনাইন পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

তবে বিষয়টিকে ষড়যন্ত্র দাবি করে অভিযুক্ত কামালের বাবা তোফাজ্জল হোসেন বলেন, ‘ওই নারীর পরিবারের সঙ্গে তাদের বিরোধ আছে। আমার ছেলে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এ সময় মামলা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে।’

হুমকিতে এলাকাছাড়া স্কুলছাত্রীর পরিবার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নে গত সোমবার অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। কিশোরীর মা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের হুমকির মুখে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে পরিবারটি।

অভিযুক্তরা হলেন জামপুরের হাতুরাপাড়ার আব্দুল্লাহ, লাল চান মিয়া ও ফয়েজ ভূঁইয়া। এলাকাবাসী জানান, ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে কিশোরীর মাকে ভয় দেখাচ্ছে সাত্তার ও আক্কাস আলীর নেতৃত্বে একটি দল। পরিবারটিকে এক লাখ টাকা দিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন তারা। তবে আক্কাস আলী এই অভিযোগ অস্বীকার করেন। 

স্কুলছাত্রীর ভগ্নিপতি অভিযোগ করেন, তালতলা পুলিশ ফাঁড়িতে অভিযোগ করার তিন দিন হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মীমাংসার চেষ্টার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এমন কিছু হলে অবশ্যই তিনি জানতেন। এটি অপপ্রচার।

তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মোয়াজ্জেম হোসেন জানান, তিনি সকালে (বুধবার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাদী ও তার পরিবারের কাউকে তিনি পাননি। টাকার বিনিময়ে মীমাংসার বিষয়ে তিনি বলেন, এ সম্পর্কে জানা নেই। 

সোনারগাঁ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, তদন্তের দায়িত্বে থাকা এসআইকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভাবিকে ধর্ষণে দেবর কারাগারে

কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে দেড় বছরের শিশুকে হত্যার হুমকি দিয়ে তার মাকে ধর্ষণের অভিযোগে দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বড় ভাই বাড়ির বাইরে থাকার সুযোগে গত সোমবার রাতে ছোট ভাই তার ভাবির কক্ষে ঢুকে তাঁকে ধর্ষণ করে। গৃহবধূর বাবা মঙ্গলবার কুমারখালী থানায় মামলা করেন। এ বিষয়ে প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি গৃহবধূর স্বামী।

৭ বছরের শিশুকে ধর্ষণ 

শেরপুরে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা শমেজ উদ্দিন বইট্টাকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৬ জুলাই অভিযুক্ত শমেজ উদ্দিন শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। 

[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা]

উৎস: Samakal

কীওয়ার্ড: র পর ব র র কর ছ গ হবধ

এছাড়াও পড়ুন:

ডিসি-এসপির সাথে ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের মতবিনিময়

ডিসি-এসপির সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবির, নগর অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, অর্থ সম্পাদক ইসমাইল,  বিএনপি নারায়ণগঞ্জ জেলার আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সভাপতি আ. জব্বার, খেলাফত মজলিশ  নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি ইলিয়াস আহমদ প্রমুখ নেতৃবৃন্দ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন।

বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ চলমান পরিস্থিতি নিয়ে এসপি ও ডিসি মহোদয়ের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাছাড়া সামনের নির্বাচনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সভ্য ও কল্যাণমুখী রাজনীতি চর্চা করি। সাদাকে সাদা এবং কালোকে কালো-ই যেন বলি। মিথ্যা ও অপবাদ দেয়া থেকে বিরত থাকার চেষ্টা করি।

তিনি আরো বলেন, আমরা সকলে মিলেমিশে যদি একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে বদ্ধপরিকর থাকি তাহলে কোন স্বৈরাচার ও ফ্যাসিবাদ তৈরি হওয়ার সুয়োগ পাবে না।

সম্পর্কিত নিবন্ধ

  • সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল
  • ভোলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ
  • সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • ১১ নং ওয়ার্ডে মাওলানা মঈনুদ্দিন আহমাদ’র গণসংযোগ সভা  
  • নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের যৌথ সভা অনুষ্ঠিত 
  • ‘অন্তর্বর্তী সরকার বিচারপ্রক্রিয়া আবার শুরু করলেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই’
  • নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী সিরাজুল  মামুনের পক্ষে মিশনপাড়ায় গণসংযোগ
  • সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল তেল জব্দ
  • ডিসি-এসপির সাথে ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের মতবিনিময়