গোপালগঞ্জে নিখোঁজের দুদিন পর এক নৈশপ্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে সদর উপজেলার কংশুর এলাকার মধুমতী বিলরুট চ্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম গৌতম গাইন (৩৫)। তিনি মুকসুদপুর উপজেলার মুকসুদপুর জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। এর আগে, গত বুধবার নিখোঁজ হন তিনি।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্যা আফজাল হোসেন বলেন, ‘‘বুধবার রাতে কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন গৌতম। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শুক্রবার বিকেলে মধুমতী বিলরুট চ্যানেলে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।’’

আরো পড়ুন:

যুবদলের বহিষ্কৃত সেই নেতাকে গুলির পর রগ কেটে হত্যা

যশোরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

তিনি আরো বলেন, ‘‘মরদেহের হাত-পা বাঁধা ছিল। খবর পেয়ে গৌতমের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি শনাক্ত করেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঢাকা/বাদল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য মরদ হ মরদ হ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ