৪ বছরে ১০০ কোটির বেশি ঘণ্টা কনটেন্ট দেখা হয়েছে চরকিতে
Published: 12th, July 2025 GMT
ঘুরছে চরকি, ঘুরছে দেশের কনটেন্ট ইন্ডাস্ট্রির চাকাও। ২০২১ সালের ১২ জুলাই থেকে নিয়মিত অরিজিনাল কনটেন্ট ও মানসম্মত সিনেমা প্রদর্শনের মাধ্যমে চরকি এখন দর্শক–পছন্দের শীর্ষে। বাংলা কনটেন্ট নিয়ে দেশ–বিদেশে বাংলাভাষী দর্শকদের কাছে চরকি হয়ে উঠেছে আস্থার প্ল্যাটফর্ম।
আজ ১২ জুলাই, চার বছর পূর্ণ করল ওটিটি প্ল্যাটফর্মটি। এ চার বছরে নানা অভিজ্ঞতা সঞ্চার করেছে চরকি। বেশ কিছু অর্জনও রয়েছে তাদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চরকির পক্ষ থেকে জানানো হয়, এ চার বছরে চরকিতে কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটির বেশি ঘণ্টা। চরকি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন তিন কোটির বেশি রেজিস্টার্ড গ্রাহক। চার বছরে দর্শকদের জন্য চরকি নিয়ে এসেছে এক শর বেশি কনটেন্ট। হিসাব করলে প্রতি মাসে দুটির বেশি কনটেন্ট মুক্তি দিয়েছে চরকি।
চরকির চতুর্থ বছরপূর্তি উপলক্ষে দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনারা চরকিকে বিশ্বাস করে সঙ্গে ছিলেন বলেই আমরা অনেকটা পথ আসতে পেরেছি, কিছু অর্জনও হয়েছে। আমাদের ভালোবাসার জন্যই চরকি হয়ে উঠছে বাংলা কনটেন্টের রাজধানী। ওটিটিতে বাংলা কনটেন্ট দেখার কথা এলেই অনেকে ভাবেন, সেই কনটেন্ট চরকিতে দেখবেন, সেটি সত্যি আনন্দের।’
দর্শকদের মধ্যে এই চাহিদা চরকি তৈরি করেছে নানা পন্থায়। অরিজিনাল সিরিজ, মুভি, ফ্লিক, ট্র্যাভেল, কুকিং ও কমেডি শো, বিদেশি কনটেন্ট নিয়মিতই মুক্তি দিচ্ছে চরকি। এর সঙ্গে যুক্ত হয়েছে কো–প্রডিউসড সিনেমা।
‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এর পোস্টার থেকে। চরকি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ল য টফর ম চ র বছর কনট ন ট
এছাড়াও পড়ুন:
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু চ্যাম্পিয়ন পিএসজির
চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) শিরোপা রক্ষার অভিযানে নেমেই দেখাল নিজেদের শক্তি। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সের জমকালো রাতের ম্যাচে আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে দিল লুইস এনরিকের শিষ্যরা।
মাঠে নেমে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই প্রথম গোল পায় পিএসজি। ব্র্যাডলি বারকোলার দারুণ পাস থেকে ফাবিয়ান রুইজ বল সাজিয়ে দেন মারকুইনহোসকে। পিএসজির অধিনায়ক নির্ভুল শটে দলকে এগিয়ে নেন ১-০ গোলে।
আরো পড়ুন:
জুভেন্টাস-বরুশিয়ার ৮ গোলের নাটকীয় ম্যাচে জয় পায়নি কেউ
এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের রোমাঞ্চকর জয়
এরপর আরও কয়েকটা গোল হতে পারত। কিন্তু একবার একেবারে সামনে থেকে শট উড়িয়ে ফেলেন নুনো মেন্ডেস। আরেকবার বারকোলার শট দুর্দান্ত সেভে রক্ষা করেন আতালান্তা গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চি।
তবুও প্রথমার্ধ শেষ হওয়ার আগে আক্রমণের ঝড় থামেনি। ৩৯ মিনিটে জর্জিয়ার উইঙ্গার খভিচা কাভারাটস্কেলিয়া ডান দিক থেকে ভেতরে ঢুকে অসাধারণ এক বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। স্কোরলাইন দাঁড়ায় ২-০।
বিরতিতে যাওয়ার আগে ব্যবধান আরও বাড়াতে পারত পিএসজি। ৪১ মিনিটে মারকুইনহোসকে ফাউল করে পেনাল্টি উপহার দেন আতালান্তার মার্কিন মিডফিল্ডার ইউনুস মুসাহ। তবে বারকোলার নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দেন আতালান্তার গোলরক্ষক কার্নেসেচ্চি। তাতে ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।
বিরতির ছয় মিনিট পরই ব্যবধান বাড়ে। বারকোলার দারুণ থ্রু বল ধরে বাঁ দিক থেকে নুনো মেন্ডেস এগিয়ে গিয়ে কঠিন কোণ থেকেও ঠাণ্ডা মাথায় শট পাঠান জালে। স্কোর হয় ৩-০।
শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আসে চতুর্থ গোল। আতালান্তার ক্লান্ত ডিফেন্ডারের ভুল পাস কুড়িয়ে নিয়ে পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোস নির্ভুল ফিনিশে শেষ করেন গোল উৎসব।
গেল মে মাসে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবার ইউরোপ সেরার মুকুট পরেছিল পিএসজি। সেই ধারাবাহিকতায় নতুন মৌসুমের শুরুতেও লিগে টানা চার ম্যাচ জিতে সবার ওপরে তারা। এবার ইউরোপের মাঠেও দেখাল নিজেদের ভয়ংকর রূপ। জানান দিলো এবারও তারা চ্যাম্পিয়ন হতে চায়।
ঢাকা/আমিনুল