আলকারাজের হ্যাটট্রিক নাকি সিনারের প্রতিশোধ
Published: 13th, July 2025 GMT
ইয়ানিক সিনারের সামনে দাঁড়াতেই পারলেন না নোভাক জকোভিচ। ২৪টি গ্র্যান্ডস্লামজয়ী ৩৮ বছর বয়সী সার্বিয়ান এ তারকা সেমিফাইনালে শীর্ষবাছাই সিনারের কাছে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে হেরে যান। প্রথম সেমিতে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারান কার্লোস আলকারাজ। অর্থাৎ ফ্রেঞ্চ ওপেনের মতো উইম্বলডনের ফাইনালেও আলকারাজ বনাম সিনারের লড়াই দেখা যাবে। ফরাসি ওপেনে তিনটি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে জিতেছিলেন আলকারাজ। সেই প্রতিশোধ কী আজ নিতে পারবেন সিনার? নাকি উইম্বলডনে হ্যাটট্রিক শিরোপা জিতবেন স্প্যানিশ সেনসেশন?
সিনারের ফাইনালে আসায় কিছুটা হলেও ভাগ্যের অবদান রয়েছে। গ্রিগর দিমিত্রভের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে এ ইতালিয়ান তারকা প্রথম দুই সেট হেরেছিলেন। ২-২ গেমে এগিয়ে চলা তৃতীয় সেটে হঠাৎই বুকের ব্যথায় কোর্টে পড়ে যান দুরন্ত ছন্দে খেলতে থাকা দিমিত্রভ। তিনি ম্যাচ ছেড়ে না দিলে জকোভিচের বিপক্ষে সিনার খেলতে নামতে পারতেন কিনা সন্দেহ আছে। তবে সেমিতে ২ ঘণ্টার কম সময়ে জকোভিচকে সরাসরি তিন সেটে হারিয়ে দেন তিনি।
ফাইনালে আলকারাজের বিপক্ষে দারুণ লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন সিনার, ‘আমার মনে হয়, ওই হার যদি মাথায় থাকত, তাহলে মাত্র কদিনের ব্যবধানে আরেকটি ফাইনালে খেলতে পারতাম না। আর কার্লোসের সঙ্গে আরও একবার কোর্ট শেয়ার করতে পারব বলে আমি খুব খুশি। আমি জানি, ভীষণ কঠিন লড়াই হবে।’
তিনটি গ্র্যান্ডস্লামজয়ী সিনার এই প্রথম উইম্বলডনের ফাইনালে উঠেছেন। পরিসংখ্যান অবশ্য আলকারাজের পক্ষে। দু’জনের মুখোমুখি হওয়া ১২ ম্যাচের আটটিতে জিতেছেন আলকারাজ, এর মধ্যে সর্বশেষ পাঁচ লড়াইয়ে সবকটিতে হেসেছেন স্প্যানিশ তারকা। তাই ২৩ বছর বয়সী এ ইতালিয়ান প্রতিপক্ষ আলকারাজকে ফেভারিট মানছেন, ‘গত দুবার সে এখানে শিরোপা জিতেছে। আবারও সে ফাইনালে উঠেছে। ঘাসের কোর্টে তাঁকে হারানো বেশ কঠিন। তবে আমি সানন্দে চ্যালেঞ্জটি নিচ্ছি।’
আলকারাজও বেশ সমীহ করছেন সিনারকে। এমনকি ৩৫ দিন আগে রোমাঞ্চকরভাবে জেতা ফ্রেঞ্চ ওপেন এখানে কোনো কাজে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ২২ বছর বয়সী এ স্প্যানিয়ার্ড, ‘আমি নিশ্চিত ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল থেকে সে অনেক কিছু শিখেছে। সে এখন শারীরিক ও মানসিকভাবে অনেক ভালো অবস্থায় আছে। জকোর বিপক্ষে পারফরম্যান্সেই বোঝা যায় সে দারুণ ছন্দে রয়েছে। আমার মনে হচ্ছে, তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল