বেশি না মাত্র ৩৫ দিন আগে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টায় পাঁচ সেটের মহাকাব্য লিখেছিলেন দুজন। উইম্বলডনেও তেমন কিছু দেখার আশায় ছিলেন অনেকেই। কিন্তু ইয়ানিক সিনার তা হতে দেননি, চার সেটেই নিষ্পত্তি করেছেন পুরুষ একক ফাইনালের।

সময়ের দুই সেরা তারকার মুখোমুখিতে প্রথম সেট জিতে কোর্টের অন্য প্রান্তে হাসে ঝরেছিল কার্লোস আলকারাজের মুখে। কিন্তু পরের তিন সেটে মুছে গেছে সিনারের দারুণ খেলায়। আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন সিনার। ইতালিয়ান এই শীর্ষ বাছাইয়ের ক্যারিয়ারে এটি চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা। হারে টানা তৃতীয় উইম্বলডন জয়ের সুযোগ হারালেন দ্বিতীয় বাছাই আলকারাজ।

আরও পড়ুন৬-০, ৬-০ গেমে ফাইনাল জিতে ইতিহাস গড়ে সিওনতেক এখন উইম্বলডনেরও রানি১২ জুলাই ২০২৫

ফ্রেঞ্চ ওপেনে প্রথম দুই সেট হার থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছিলেন আলকারাজ। সিনার তার প্রতিশোধ নিলেন পিছিয়ে গিয়েও টানা তিন সেট জিতে। উইম্বলডন এককে শিরোপাজয়ী প্রথম ইতালিয়ানও এখন এই ২৩ বছর বয়সী তারকা।

হ্যাটট্রিক উইম্বলডন শিরোপা জিততে না পারলেও মুখে হাসি ছিল আলকারাজের.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইম বলডন আলক র জ

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ