আগস্টে পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা
Published: 23rd, July 2025 GMT
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আগস্টের শেষের দিকে তার পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম মাইনিচি। গত ২০ জুলাইয়ের উচ্চকক্ষ নির্বাচনে ক্ষমতাসীন জোটের বড় ধরনের পরাজয়ের পরও ক্ষমতায় থাকার অঙ্গীকার করায় তিনি নিজের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকেই বাড়তে থাকা বিরোধিতার মুখে পড়েছেন। খবর চায়না ডেইলির।
বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে মাইনিচি জানিয়েছে, মঙ্গলবার (২২ জুলাই সন্ধ্যায়) ইশিবা তার ঘনিষ্ঠ সহযোগীদের বলেন, বাণিজ্য আলোচনার সমাধান হওয়ার পর তিনি নির্বাচনে পরাজয়ের দায়িত্ব কীভাবে নেবেন তা ব্যাখ্যা করবেন।
মঙ্গলবার জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ১৫ শতাংশ শুল্ক দেবে জাপান এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
আরো পড়ুন:
জাপান ও ফিলিপাইনের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের
ইরানের পারমাণবিক স্থাপনায় আবারো হামলার হুমকি ট্রাম্পের
এরপর মাইনিচির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আগস্টের শেষের দিকে তার পদত্যাগের ঘোষণা দিতে পারেন।
মাইনিচি জানিয়েছে, আজ বুধবার নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনার জন্য ইশিবা ক্ষমতাসীন দলের হেভিওয়েটদের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।
জাপানের সানকেই সংবাদপত্র জানিয়েছে, ইশিবা ইতিমধ্যেই তার ঘনিষ্ঠদের কাছে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, আগস্টের শেষের দিকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে পারেন তিনি। যদি ইশিবা পদত্যাগ করেন তাহলে সেপ্টেম্বরের দিকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি তাদের নতুন নেতা নির্বাচন করবে।
গত রবিবার উচ্চকক্ষ নির্বাচনে ক্ষমতাসীন জোট তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ভোট অনুষ্ঠিত হওয়া আসনগুলোর মধ্যে তারা কেবল ৪৭টি আসন পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য তাদের প্রয়োজনীয় ৫০টির চেয়ে কম। এলডিপির ৭০ বছরের ইতিহাসে এবারই প্রথম তারা এমন একটি জোটের নেতৃত্ব দিচ্ছে যেখানে কোনো কক্ষের নিয়ন্ত্রণই তাদের হাতে নেই।
তবে নির্বাচনে ভরাডুবিরও পরও প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছিলেন, তার পদত্যাগের কোনো পরিকল্পনা নেই।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র পদত য গ পদত য গ ম ইন চ ক ষমত আগস ট
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা