মালদ্বীপে ডলারের দাম লাগামছাড়া: অবস্থান কর্মসূচিতে বিরোধীদল এমডিপি
Published: 23rd, July 2025 GMT
মালদ্বীপে ডলারের বিপরীতে রুফিয়ার মান চরমভাবে পতিত হওয়ায় বাজারে ডলারের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। কালোবাজারে বর্তমানে প্রতি ডলার বিক্রি হচ্ছে ২০.১৫ রুফিয়ায়, যেখানে সরকারি ব্যাংক রেট এখনো ১৫.৪২ রুফিয়া। ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ সংকট থাকায় ব্যবসায়ী ও সাধারণ জনগণ বাধ্য হয়ে কালোবাজারের ওপর নির্ভর করছেন।
স্থানীয় সংবাদমাধ্যম সান এমভি জানিয়েছে, ডলার ব্যবসায়ীরা প্রায় ৫ রুফিয়া বেশি দামে ডলার বিক্রি করছেন, যা বাজারে নিত্যপণ্যের দামে আগুন লাগিয়ে দিয়েছে। আমদানি-নির্ভর অর্থনীতির কারণে এই সংকট আরো প্রকট হয়ে উঠেছে। ব্যবসায়ীরা আমদানির জন্য এখন অধিক দামে কালোবাজার থেকে ডলার কিনতে বাধ্য হচ্ছেন।
অর্থনীতিবিদদের মতে, আয় ও মজুরি বাড়ানো ছাড়া এই সংকট দীর্ঘমেয়াদে মানুষের জীবনযাত্রার মান এবং ব্যবসা-বাণিজ্যকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে।
প্রেসিডন্ট ড.
এই পরিস্থিতিতে বিরোধীদল এমডিপি (মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি) প্রতিবাদে নেমেছে। তারা মালদ্বীপ মানিটারি অথরিটির (এমএমএ) গভর্নর আহমেদ মুনাওয়ারের সঙ্গে বৈঠকের জন্য চিঠি দিলেও কোনো সাড়া পাননি।
ফলে এমডিপি সংসদ সদস্যরা গতকাল এমএমএ অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন এবং ঘোষণা দিয়েছেন—যতদিন না গভর্নর তাদের সঙ্গে সাক্ষাৎ করেন, ততদিন প্রতিদিন সকাল ১১টায় সেখানে তারা অবস্থান চালিয়ে যাবেন।
বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে মালদ্বীপের সামগ্রিক অর্থনীতি ভয়াবহ বিপদের মুখে পড়তে পারে।
ঢাকা/হাসান/ফিরোজ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে