নরসিংদীবাসীর জন্য নতুন চাকরির সুযোগ, পদ ৩৯
Published: 23rd, July 2025 GMT
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলো ও সার্কিট হাউসের শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ জন্য নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা—
* জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নেওয়া হবে ৩০ জন।
অফিস সহায়ক: ১৫টি
নিরাপত্তা প্রহরী: ৭টি
পরিচ্ছন্নতাকর্মী: ৭টি
মালি: ১টি
* নরসিংদী সার্কিট হাউসে নেওয়া হবে ৯ জন।
বাবুর্চি: ২টি
বেয়ারার: ৩টি
নিরাপত্তা প্রহরী: ১টি
মালি: ১টি
পরিচ্ছন্নতাকর্মী: ২টি
আবেদনের বয়সসীমা—
এ বছরের ১৭ আগস্ট তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, পদ ৬৮৩ ২১ জুলাই ২০২৫আবেদনের প্রক্রিয়া—
আবেদনকারীকে নির্ধারিত ফরমে স্বহস্তে আবেদন করতে হবে। আবেদন ফরম জেলা প্রশাসক, নরসিংদীর ওয়েবসাইট (narsingdi.
পরীক্ষার ফি—
পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা অফেরতযোগ্য অটোমেটেড চালানের (এ চালান) মাধ্যমে নির্দিষ্ট কোডে (জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক কোড নং- ১০৭০১০১১০০৭১৯ ও অর্থনৈতিক কোড নং-১৪২২৩২৬) জমা প্রদান করে চালানের কপি আবেদনের সঙ্গে দাখিল করতে হবে।
আরও পড়ুন৪৮তম বিসিএসে তিন বদলি পরীক্ষার্থী শনাক্ত, ব্যবস্থা নিল পিএসসি১১ ঘণ্টা আগেআবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি এবং ১০/- টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকেট যুক্ত ৯.৫x৪.৫ সাইজের একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা কোটা এবং অন্যান্য কোটার ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা হবে এবং এ–সংক্রান্ত সনদপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। আবেদনপত্র জেলা প্রশাসক, নরসিংদী বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ কবে—
আবেদনের শেষ তারিখ ১৭ আগস্ট ২০২৫।
* আবেদনের পদ্ধতি ও আবেদনের বিস্তারিত দেখুন এখানে
উৎস: Prothomalo
কীওয়ার্ড: সনদপত র
এছাড়াও পড়ুন:
রাবিপ্রবিতে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ক্যারিয়ার গঠনে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভা কক্ষে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির (এমবিএস) আয়োজনে এবং খাগড়াছড়ির অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
জুলাই সনদে পার্বত্য চট্টগ্রামের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: ইউপিডিএফ
রাঙামাটিতে পিসিসিপির ডাকা হরতাল প্রত্যাহার
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, “যেকোনো ক্যারিয়ারে তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে- অন্তর্ভুক্তি, স্বাধীনতা এবং প্রাধিকার বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে চাকরিতে এই তিনটি জিনিস থাকবে, সেসব চাকরি স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ হবে।”
শিক্ষার্থীদেরকে তাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কিলে উন্নত করার আহবান জানিয়ে তিনি বলেন, “দক্ষতার ঘাটতিগুলো শনাক্ত করে সেগুলো কাটিয়ে উঠে নিজের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে ক্যারিয়ারে সফল হতে হবে। এছাড়াও নিজেদের যে পেশায় আগ্রহ ও দক্ষতা আছে, তা বেছে নিতে হবে।”
এতে বিশেষ অতিথি ছিলেন, রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, প্রক্টর সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার প্রমুখ।
এছাড়া অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সিইও আমির হোসেন রোজেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ঢাকা/শংকর/মেহেদী