রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত
Published: 24th, July 2025 GMT
রূপগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন নওরোজ পত্রিকার সাংবাদিক নাজমুল হোসেন। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে রূপগঞ্জ থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযুক্ত দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক ও তার বন্ধু ফজলু মিয়া। ভুক্তভোগী নাজমুল হোসেন দৈনিক নওরোজ পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে স্কুলের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক ও তার বন্ধু ফজলু মিয়া উত্তেজিত হয়ে নওরোজ পত্রিকার সাংবাদিক নাজমুল হোসেন কে গালিগালাজ করে। এক পর্যায়ে সাংবাদিকের উপর মারধর করার চেষ্টা করে ও লাঞ্ছিত করে। পরে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়।
এ বিষয়ে সাংবাদিক নাজমুল হোসেন বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ওই শিক্ষক আমার উপর চড়াও হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ আমার কাছে সংরক্ষিত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকার দীপক কোনো সদোত্তর দিতে পারেননি।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ সরক র
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা