ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (২০ থেকে ২৪ জুলাই)  সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এ সময়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৩৭ হাজার ৭৩ কোটি ৭৮ লাখ টাকা।

শনিবার (২৬ জুলাই) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫৯.

৫৬ পয়েন্ট বা ৫.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৫৩.১১ পয়েন্ট বা ৭.৯১ শতাংশ বেড়ে ২ হাজার ৮৯ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৫২.৮৯ পয়েন্ট বা ৪.৭২ শতাংশ বেড়ে ১ হাজার ১৭২ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) (১৬.৩৩) পয়েন্ট বা ১.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৯৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৭ কোটি ১ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি ২৯ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২০ হাজার ৫০৮ কোটি ৭২ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৪ হাজার ২৯৭ কোটি ২৩ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৪০৮ কোটি ১২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৮৯ কোটি ১০ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২১৫টির, দর কমেছে ১৪৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির। তবে লেনদেন হয়নি ১৯টির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৮৪.২২ পয়েন্ট বা ৪.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ৬.৯৭ শতাংশ বেড়ে ১৩ হাজার ২৫১ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ৬.৯৭ শতাংশ বেড়ে ৯ হাজার ১৯৪ পয়েন্টে, সিএসআই সূচক ৩.৮৫ শতাংশ বেড়ে ৯৪৫ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ৩.৫৯ শতাংশ কমে ১ হাজার ৯৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২১ হাজার ৭৩৭ কোটি ৫১ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৫ হাজার ১৭২ কোটি ৪৫ লাখ টাকা। টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৬ হাজার ৫৬৫ কোটি ৬ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৯১ কোটি ৬৮ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩০ কোটি ৬৩ লাখ  টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৬১ কোটি ৫ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৭টির, দর কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার ও ইউনিট দর।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম লধন ব ড় ছ ব জ র ম লধন আর ব দ ড এসই স এসই

এছাড়াও পড়ুন:

১০ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ১০ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। সোমবার (২৮ জুলাই) থেকে উভয় পুঁজিবাজারে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘‘10Y BGTB 23/07/2035’’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ''TB10Y0735'' এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- "88541"। একইভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- 'TB10Y0735'' এবং সিএসইতে ট্রেডিং আইডি- "50307"।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৩৫ সালের ২৩ জুলাই শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ৯৯.৯০৫১ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১০.৪৮ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।

ঢাকা/এনটি/ইভা

সম্পর্কিত নিবন্ধ

  • এসএমই ফাউন্ডেশনে বিভিন্ন পদে নিয়োগ, বেতন ৩১,৬২০ থেকে ৫৪,২৫০ টাকা
  • এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
  • পুঁজিবাজারে টানা ৩ কার্যদিবস সূচকের পতন
  • ১০ বছর মেয়াদের নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু