২৬ হাজার টাকা দিয়ে টিকিট কেটে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন কাজল দাস (৫৮)। গতকাল শুক্রবার সকাল সাতটায় বড়শি ফেলে ৫ কেজি ৬৪০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরেন তিনি। তিনি প্রথম স্থান অর্জন করেন। পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লাখ ৭০ হাজার টাকা।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কলেজপাড়ার কলেজ দিঘিতে গতকাল দিনভর অনুষ্ঠিত হয় শৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতা। আয়োজক ছিল সরাইল সরকারি কলেজ পুকুর মৎস্যচাষ সমিতি।

সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় অংশ নেন ৩৫ জন শিকারি। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা ছাড়াও নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা থেকে এসে অনেকে অংশ নেন। অংশগ্রহণের জন্য প্রতিজনকে ২৬ হাজার টাকা করে ফি দিতে হয়েছে।

প্রতিযোগিতায় মোট সাতটি পুরস্কার দেওয়া হয়, যার আর্থিক মূল্য ৬ লাখ ৪৫ হাজার টাকা। নরসিংদীর পাঁচদোনার কাজল দাস প্রথম হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন একজনই। তিনি হলেন সরাইল উপজেলার সূর্যকান্দীর রাকিব খান। তিনি ৫ কেজি ২০ গ্রাম ও ৪ কেজি ৬৬০ গ্রাম ওজনের দুটি কাতল মাছ ধরে পান ১ লাখ ৩০ হাজার টাকা এবং ৭৫ হাজার টাকা।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার বাকের মোশারফ (৪ কেজি ৫২০ গ্রাম) চতুর্থ হয়ে পেয়েছেন ৫০ হাজার টাকা। পঞ্চম থেকে সপ্তম হয়েছেন যথাক্রমে সরাইলের আবুল কাশেম (৪ কেজি ৩৬০ গ্রাম ওজনের মাছ ধরে ৪৫ হাজার টাকা), হবিগঞ্জের কাউছার মিয়া (৪ কেজি ৩৪০ গ্রাম ওজনের মাছ ধরে ৪০ হাজার টাকা) এবং সরাইলের আবদুল হান্নান (৪ কেজি ২৬০ গ্রাম ওজনের মাছ ধরে ৩৫ হাজার টাকা)।

পুরস্কারপ্রাপ্ত কাজল দাস বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশ নিই। এবার প্রথম হয়ে খুব ভালো লাগছে।’

সরাইল সরকারি কলেজ ও কালীকচ্ছ পাঠশালা উচ্চবিদ্যালয়ের মালিকানাধীন দিঘিটি তিন বছরের জন্য ১৭ লাখ টাকায় ইজারা নিয়েছেন সরাইলের বড্ডাপাড়ার ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমানসহ ছয়জন। তাঁরা প্রতিবছর কয়েকবার এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করেন।

হাবিবুর রহমান বলেন, ‘প্রতিবছর এ দিঘিতে পাঁচ-ছয়বার প্রতিযোগিতা হয়। এটি এ বছরের দ্বিতীয় আয়োজন। এতে দেশের নানা প্রান্ত থেকে শৌখিন মাছশিকারিরা অংশ নেন।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র ম ওজন র

এছাড়াও পড়ুন:

জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।

অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।

আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগে

এ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।

সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।

এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।

আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ