অস্ত্র হাতে আগে থেকেই বাসস্ট্যান্ডে অপেক্ষায় ছিল তিন দুর্বৃত্ত
Published: 26th, July 2025 GMT
ছবি ও আরও পড়ুন: কুমিল্লায় হত্যাসহ ২৩ মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে আবদুল্লাহ আল-মামুন ওরফে মামুন সম্রাট (৪৩) নামের এক যুবককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে থেকেই মাস্ক পরা দুজনসহ মোট তিন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে বাসস্ট্যান্ডে মামুনের অপেক্ষায় ছিল।
মামুন বাসস্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে বাসে ওঠার আগমুহূর্তে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে। প্রায় চার মিনিট ধরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর দুর্বৃত্তরা উপজেলার আমিরাবাদের দিকে চলে যায়।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাসস্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এসব তথ্য জানিয়েছে।
এ ঘটনায় মামুনের সঙ্গে থাকা চার নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। আটক নারীদের বাড়ি জেলার তিতাস উপজেলায়। নিহত মামুন তিতাসের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে। তিনি গৌরীপুর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলের কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তবে দুর্বৃত্তদের মুখে মাস্ক এবং সিসিটিভির ফুটেজ থেকে দূরে থাকায় শনাক্ত করা যাচ্ছে না। চার নারীকে সঙ্গে নিয়ে মামুনের কক্সবাজার যাওয়ার খবর আগে থেকে দুর্বৃত্তরা কীভাবে জেনেছে, সেই বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে। হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানায় হত্যা, ধর্ষণ, মাদক সেবন, মাদক বিক্রি, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা আছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, মামুনের প্রকৃত নাম আবদুল্লাহ আল-মামুন হলেও এলাকার মানুষ তাঁকে ‘মামুন সম্রাট’ হিসেবেই চিনতেন। তিতাস ছাড়াও দাউদকান্দির গৌরীপুর এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ কিশোর গ্যাং চালাতেন তিনি। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি, ১৩ মে রাতে ইয়াবাসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। প্রায় এক মাস কারাগারে থেকে জামিনে মুক্ত হন। কোনো দলের পদে না থাকলেও নেতাদের আশ্রয়ে এলাকায় তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এসব কারণে তাঁর ওপর হামলা হতে পারে।
আরও পড়ুনকুমিল্লায় হত্যাসহ ২৩ মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা৬ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ উদক ন দ প রক শ হত য ক
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।