অস্ত্র হাতে আগে থেকেই বাসস্ট্যান্ডে অপেক্ষায় ছিল তিন দুর্বৃত্ত
Published: 26th, July 2025 GMT
ছবি ও আরও পড়ুন: কুমিল্লায় হত্যাসহ ২৩ মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে আবদুল্লাহ আল-মামুন ওরফে মামুন সম্রাট (৪৩) নামের এক যুবককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে থেকেই মাস্ক পরা দুজনসহ মোট তিন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে বাসস্ট্যান্ডে মামুনের অপেক্ষায় ছিল।
মামুন বাসস্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে বাসে ওঠার আগমুহূর্তে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে। প্রায় চার মিনিট ধরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার পর দুর্বৃত্তরা উপজেলার আমিরাবাদের দিকে চলে যায়।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাসস্ট্যান্ডের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এসব তথ্য জানিয়েছে।
এ ঘটনায় মামুনের সঙ্গে থাকা চার নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। আটক নারীদের বাড়ি জেলার তিতাস উপজেলায়। নিহত মামুন তিতাসের শোলাকান্দি গ্রামের মোশারফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে। তিনি গৌরীপুর বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলের কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তবে দুর্বৃত্তদের মুখে মাস্ক এবং সিসিটিভির ফুটেজ থেকে দূরে থাকায় শনাক্ত করা যাচ্ছে না। চার নারীকে সঙ্গে নিয়ে মামুনের কক্সবাজার যাওয়ার খবর আগে থেকে দুর্বৃত্তরা কীভাবে জেনেছে, সেই বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে। হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত মামুনের বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানায় হত্যা, ধর্ষণ, মাদক সেবন, মাদক বিক্রি, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা আছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, মামুনের প্রকৃত নাম আবদুল্লাহ আল-মামুন হলেও এলাকার মানুষ তাঁকে ‘মামুন সম্রাট’ হিসেবেই চিনতেন। তিতাস ছাড়াও দাউদকান্দির গৌরীপুর এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ কিশোর গ্যাং চালাতেন তিনি। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি, ১৩ মে রাতে ইয়াবাসহ যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। প্রায় এক মাস কারাগারে থেকে জামিনে মুক্ত হন। কোনো দলের পদে না থাকলেও নেতাদের আশ্রয়ে এলাকায় তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এসব কারণে তাঁর ওপর হামলা হতে পারে।
আরও পড়ুনকুমিল্লায় হত্যাসহ ২৩ মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা৬ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ উদক ন দ প রক শ হত য ক
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট