ভারত জাতীয় ফুটবল দলের কোচ হতে আবেদন করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। তাঁর মতো আগ্রহী সাবেক বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজও। দুই স্প্যানিশ কোচের নামে আবেদনপত্র পাওয়ার খবর নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

তবে যাচাই করতে গিয়ে গার্দিওলা ও জাভির আবেদনের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে এআইএফএফ। ফেডারেশন তাঁদের আবেদনপত্র ‘ভুয়া’ বলে চিহ্নিত করেছে।

চলতি মাসের শুরুতে মানোলা মার্কেজ দায়িত্ব ছেড়ে দিলে নতুন কোচ নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করে এআইএফএফ। বৃহস্পতিবার ভারতীয় জাতীয় দলের একজন পরিচালক টাইমস অব ইন্ডিয়াকে জানান, যাঁরা কোচ হতে আবেদন করেছেন, তাঁদের মধ্যে জাভি হার্নান্দেজও আছেন। জাভি গত বছর বার্সেলোনা ছাড়ার পর থেকে কাজের বাইরে আছেন। তবে জাভির মতো উঁচু পর্যায়ের একজনকে কোচ করার মতো আর্থিক সংগতি নেই বলে আবেদনটি বিবেচনা করা হয়নি বলেও জানান তিনি।

শনিবার ভারতীয় জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে এআইএফএফ। বিবৃতিতে জানানো হয়, জাভির পাশাপাশি পেপ গার্দিওলার নামেও আবেদনপত্র এসেছে। গার্দিওলা ৯ বছর ধরে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে কাজ করে আসছেন। ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবটির সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন তিনি।

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৬৫ পদে চাকরির সুযোগ, করুন আবেদন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের রাজস্বখাতভুক্ত ৮ ধরনের পদে ৬৫ জনকে নিয়োগ দেবে। এসব পদে আবেদনের সুযোগ আছে আর দুই দিন। এ–সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদগুলো অস্থায়ী। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে বাংলাদেশের সব জেলার স্থায়ী নাগরিকেরা অনলাইনে এ সব পদের জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা—

১. স্টোর কিপার

পদসংখ্যা: ১৩

বেতনস্কেল: ১০২০০–২৪৬৮০ টাকা

২. মোটর মেকানিক

পদসংখ্যা: ১

বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা

আরও পড়ুন৪৭তম বিসিএস প্রিলি: পরীক্ষার হলে কোন ভুলে পিছিয়ে পড়েন চাকরিপ্রার্থীরা ৮ ঘণ্টা আগে

৩. ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর

পদসংখ্যা: ৩

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

৪. অডিও ভিজ্যুয়াল অপারেটর

পদসংখ্যা: ১

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

৫. পাম্প অপারেটর

পদসংখ্যা: ১

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

৬. রিসিপশনিস্ট

পদসংখ্যা: ১

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

আরও পড়ুনজাপানে মাস্টার্স ও পিএইচডির সুযোগ, ১-৪ বছর পর্যন্ত আর্থিক সুবিধা৭ ঘণ্টা আগে

৭. গ্রন্থাগার সহকারী

পদসংখ্যা: ১

বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা

৮. অফিস সহায়ক

পদসংখ্যা: ১

বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা

আবেদনে বয়সসীমা: আবেদনকারীর বয়স ১ আগস্ট ২০২৫ তারিখে ১৮ বছর থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ, গ্রেড-১৩-তে বেতন১৬ সেপ্টেম্বর ২০২৫আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ—

* অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হয়েছে : ২৮ আগস্ট, ২০২৫ তারিখ, সকাল ১০টা।

* অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, বিকেল ৫টা।

* আবেদনপত্র জমাদানের পর পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

* এ চাকরিসংক্রান্ত বিস্তারিত সব তথ্য দেখুন এখানে

আরও পড়ুনযে ১০ দক্ষতা কখনো কেড়ে নিতে পারবে না এআই০২ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • প্রভাষকসহ চার পদে নিয়োগ দিচ্ছে কেডিএ স্কুল অ্যান্ড কলেজ
  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৬৫ পদে চাকরির সুযোগ, করুন আবেদন
  • সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব শাখায় নিয়োগ, পদ ৫০
  • নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, আবেদন ডাকযোগে
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভূবিজ্ঞান অনুষদে এমএস প্রোগ্রাম, বহিরাগত শিক্ষার্থীদের সুযোগ
  • পানি উন্নয়ন বোর্ডে ৪৬৮ পদের আবেদনের সুযোগ আর ২দিন
  • তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে ৪৯৭ পদে বড় নিয়োগ, করুন আবেদন