স্বাধীনতা দিবসে উজ্জ্বল ভারত-মালদ্বীপ সম্পর্কের বার্তা
Published: 27th, July 2025 GMT
মালে শহরের রিপাবলিক স্কোয়ারে গতকাল শনিবার (২৬ জুলাই) প্রাণবন্ত স্বাধীনতা দিবস উদযাপনের পর, মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু ভারতীয় সাংবাদিকদের উদ্দেশে ভাষণ দেন। যেখানে তিনি ভারত ও মালদ্বীপের দীর্ঘস্থায়ী ও গভীর সম্পর্কের উপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতির বক্তব্যে উঠে আসে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা, পর্যটন শিল্পে পারস্পরিক সহায়তা এবং আসন্ন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আশাবাদ। তিনি মালদ্বীপকে ভারতের প্রদত্ত ৫৮৫ মিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এটি মালদ্বীপের অগ্রগতিতে ব্যাপক সহায়তা করবে।”
এক গুরুত্বপূর্ণ ঘোষণায় রাষ্ট্রপতি জানান, ভারত ও মালদ্বীপ শিগগিরই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) চালুর দিকে এগিয়ে যাচ্ছে, যা পর্যটকদের সুবিধা দেবে এবং উভয় দেশের নাগরিকদের লেনদেন সহজ করবে। ভারত বর্তমানে মালদ্বীপের অন্যতম প্রধান পর্যটক উৎস দেশ এবং এই ব্যবস্থা দ্বিপাক্ষিক পর্যটনকে আরও উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারতের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর প্রসঙ্গে রাষ্ট্রপতি তাকে ‘একজন অসাধারণ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন। যিনি ভারতের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, “মালদ্বীপ ও ভারতের মধ্যে শতাব্দীপ্রাচীন সম্পর্ক রয়েছে। আমাদের দুই দেশের সহযোগিতা একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকেই অগ্রসর হচ্ছে।”
রাষ্ট্রপতি মুইজ্জু শিগগিরই ভারত সফরের সম্ভাবনার কথাও জানান এবং বলেন, “কেউ সন্দেহ করবে না যে ভারত কীভাবে আমাদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।”
এদিন মালে ও হুলহুমালে শহরে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা ও সামরিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই উৎসবমুখর পরিবেশের মধ্যেই রাষ্ট্রপতির বার্তা ভারত-মালদ্বীপ সম্পর্কের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তোলে।
ঢাকা/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ষ ট রপত
এছাড়াও পড়ুন:
নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।
আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।