মালে শহরের রিপাবলিক স্কোয়ারে গতকাল শনিবার (২৬ জুলাই) প্রাণবন্ত স্বাধীনতা দিবস উদযাপনের পর, মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু ভারতীয় সাংবাদিকদের উদ্দেশে ভাষণ দেন। যেখানে তিনি ভারত ও মালদ্বীপের দীর্ঘস্থায়ী ও গভীর সম্পর্কের উপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতির বক্তব্যে উঠে আসে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা, পর্যটন শিল্পে পারস্পরিক সহায়তা এবং আসন্ন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) নিয়ে আশাবাদ। তিনি মালদ্বীপকে ভারতের প্রদত্ত ৫৮৫ মিলিয়ন মার্কিন ডলারের ঋণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এটি মালদ্বীপের অগ্রগতিতে ব্যাপক সহায়তা করবে।”

এক গুরুত্বপূর্ণ ঘোষণায় রাষ্ট্রপতি জানান, ভারত ও মালদ্বীপ শিগগিরই ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) চালুর দিকে এগিয়ে যাচ্ছে, যা পর্যটকদের সুবিধা দেবে এবং উভয় দেশের নাগরিকদের লেনদেন সহজ করবে। ভারত বর্তমানে মালদ্বীপের অন্যতম প্রধান পর্যটক উৎস দেশ এবং এই ব্যবস্থা দ্বিপাক্ষিক পর্যটনকে আরও উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভারতের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর প্রসঙ্গে রাষ্ট্রপতি তাকে ‘একজন অসাধারণ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন। যিনি ভারতের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, “মালদ্বীপ ও ভারতের মধ্যে শতাব্দীপ্রাচীন সম্পর্ক রয়েছে। আমাদের দুই দেশের সহযোগিতা একটি সমৃদ্ধ ভবিষ্যতের দিকেই অগ্রসর হচ্ছে।”

রাষ্ট্রপতি মুইজ্জু শিগগিরই ভারত সফরের সম্ভাবনার কথাও জানান এবং বলেন, “কেউ সন্দেহ করবে না যে ভারত কীভাবে আমাদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।”

এদিন মালে ও হুলহুমালে শহরে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা ও সামরিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই উৎসবমুখর পরিবেশের মধ্যেই রাষ্ট্রপতির বার্তা ভারত-মালদ্বীপ সম্পর্কের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তোলে।

ঢাকা/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ষ ট রপত

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ