রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় সোনারগাঁয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিসমিল্লাহ এনএম যুলফিকার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় রবিবার বাদ মাগরিব মোগরাপাড়া চৌরাস্তায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির কার্যালয়ে এই দোয়া মাহফিলের অঅনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসমিল্লাহ এনএম যুলফিকার ফাউন্ডেশন-এর ভাইস চেয়ারম্যান মোঃ মুক্তার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান।

তিনি তাঁর বক্তব্যে বলেন—"এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল মুখগুলো চিরতরে নিভে গেছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দেন।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আক্তার হাবিব, প্রতিবন্ধী ও শিশু যুব কল্যাণ পরিষদের সভাপতি সরদার এম এ মহিন, এইড ফর ম্যান ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক মোঃ শাহজালাল মিয়া, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীজানুর রহমান, সোনারগাঁ কমিটির সভাপতি মোঃ ফজলুল হক ভূইয়া, সংগঠনের সদস্য মোবারক হোসেন, আল আমিন, সিফাত ও মারুফ, বাংলাদেশ তথ্য ও মানবাধীকার ফাউন্ডেশনের আঞ্চলিক শাখার সভাপতি শামিম হোসেন, মোঃ আব্দুল হক মিয়া, এনসিপি জেলা সদস্য মোঃ মোস্তফা, সাংবাদিক মোক্তার হোসেন, কামরুল ইসলাম পাপ্পু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ দ র ঘটন স ন রগ অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।

আরো পড়ুন:

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিল ঘোষণা
  • সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
  • সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ