জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে মাসব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই ৩৬ কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের তৃতীয় তলায় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্নার উদ্বোধন করেন। এতে গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, পেপার কাটিং, গ্রন্থসহ বিভিন্ন ডকুমেন্ট রাখা হয়েছে।

এ সময় উপাচার্য বলেন, “সব ধরনের অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে ছাত্রজনতা তাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জন করেছে। আমার বিশ্বাস ‘জুলাই ৩৬ কর্নার’ তারই একটি স্থায়ী অবস্থান। এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে যে ঐক্য তৈরি হয়েছিল এই কর্নারে মাধ্যমে তা স্থায়ী রূপ নিতে ভূমিকা রাখবে।”

আরো পড়ুন:

রাকসু: দীর্ঘ ৩৫ বছর অপেক্ষার অবসান ঘটাবে যে নির্বাচন

কুয়েটে অচলাবস্থার ১৬০ দিন, ক্লাস শুরু মঙ্গলবার

 

তিনি আরো বলেন, “জুলাই-আগস্টে যে আত্মত্যাগের ইতিহাস সৃষ্টি হয়েছে তা বর্তমান, ভবিষ্যৎ ও অনাগত প্রজন্ম আরো গবেষণার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ ইতিহাস তৈরি করবে। এজন্য যাদের কাছে নতুন তথ্য ও ডকুমেন্ট আছে, তাদের এখানে জমাদানের জন্য আহ্বান জানাচ্ছি। মুক্তিযুদ্ধের মতো জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানও একই স্পিরিটে স্মরণ করা হবে।”

কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্রেক যেন না হয়, সেজন্য সবার প্রতি আহ্বান জানান উপাচার্য।

উদ্বোধন শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো: আব্দুল হাকীম।

এরপর অতিথিবৃন্দ ‘জুলাই ৩৬ কর্নার’ ঘুরে দেখেন। শেষে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের আশেপাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.

জয়নুল আবেদীন সিদ্দিকী, জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, অগ্নিবীণা হলের প্রাধ্যক্ষ মো. হারুনুর রশিদ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও জুলাই গণঅভ্যুথান উদযাপন কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. মোহা. আজিজুর রহমান প্রমুখ।

ঢাকা/মুজিবুর/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণঅভ য ত থ ন কর ন র গ রন থ

এছাড়াও পড়ুন:

ইউআইইউতে শহীদ ইরফান স্মরণে দোয়া মাহফিল

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইরফান ভূঁইয়াসহ সব শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ ইরফান ভূঁইয়া ইউআইইউ এর শিক্ষার্থী ছিলেন।

শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় ইউআইইউ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক এএসএম সালাহউদ্দিনের সভাপতিত্ব জুলাই স্মরণ আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান।

অন্যদের মাঝে বক্তব্য দেন, বিবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. সালমা করিম এবং সিএসই বিভাগের প্রধান ড. সুমন আহম্মেদ। এছাড়া জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন শহীদ ইরফান ভূঁইয়ার পিতা আমিনুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তারা গণঅভ্যুত্থানের তাৎপর্য, সংগ্রামীদের আত্মত্যাগ এবং স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এ আন্দোলনের অবদান নিয়ে আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠানে ২০২৪-এর জুলাই স্মরণে একটি ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। 

আলোচনা শেষে ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইউআইইউ কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শহীদ ইরফান ভূঁইয়াসহ সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • জাতিসংঘ স্থায়ী মিশনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিশেষ অনুষ্ঠান
  • ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১৫ মামলার চার্জশিট
  • রাকসু: দীর্ঘ ৩৫ বছর অপেক্ষার অবসান ঘটাবে যে নির্বাচন
  • গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না: নাহিদ
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ'র জরুরি সভা অনুষ্ঠিত
  • ঢাবিতে গণঅভ্যুত্থানবিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন
  • আবদুল হামিদ মানুষের গণতন্ত্র হত্যা করেন: নাহিদ
  • জুলাই গণঅভ্যুত্থান রুখে দাঁড়াবার এক মহাকাব্য: সংস্কৃতি উপদেষ্টা
  • ইউআইইউতে শহীদ ইরফান স্মরণে দোয়া মাহফিল